I-League Clash: ইন্টারকাশিকে হারিয়ে দুরন্ত ছন্দে মহামেডান স্পোটিং ক্লাব

Mohammedan SC

ফেডারেশনের তরফে দেওয়া শাস্তির পর আজ আইলিগে (I-League) কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোটিং ক্লাবের মুখোমুখি হয়েছিল বারানসীর নয়া ফুটবল দল তথা ইন্টারকাশি ফুটবল ক্লাব। তবে এবারও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল সাদা-কালো ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলে ম্যাচ জিতে নিল মহামেডান স্পোটিং ক্লাব।

Advertisements

উল্লেখ্য, এই প্রথমবারের মতো লখনউয়ের ময়দানে আয়োজিত হয়েছিল আইলিগের মতো জনপ্রিয় টুর্নামেন্ট। তবে সেটা একেবারেই সুখকর থাকলনা পিটার হার্টলিদের পক্ষে। এই ম্যাচে অতি সহজেই তিন পয়েন্ট নিশ্চিত করে ময়দানের এই তৃতীয় প্রধান। দলের হয়ে দুইটি গোল করেন যথাক্রমে এডি হার্নান্দেজ ও আঙ্গুসানা। বলাবাহুল্য, আজ শুরু থেকেই ম্যাচের রাশ ধরে রেখেছিল মহামেডান।

   

যারফলে, তাদের ঘন ঘন আক্রমণে কার্যত দিশেহারা হয়ে পড়তে হচ্ছিল ইন্টারকাশি দলকে। পিটার হার্টিলরা দাঁতে দাঁত চেপে লড়াই করলেও তা বেশিক্ষণ ধরে থাকা সম্ভব হয়নি। ম্যাচের ঠিক ৪৩ মিনিটের মাথায় গোল করে দলকে আগিয়ে দেন এডি। যারফলে, প্রথমার্ধের শেষে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকে দল। পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধে আঙ্গুসানার গোলে ব্যবধান বাড়ায় এই ফুটবল দল। যারফলে, পরবর্তীতে আরও চাপে পড়ে যায় ইন্টারকাশি ফুটবল দল। তবে সেখানকার মাঠের পরিস্থিতি নিয়ে উঠে আসতে শুরু করে একাধিক প্রশ্ন। আসলে আইলিগের মতো ফুটবল টুর্নামেন্টে কিভাবে এত নিম্নমানের মাঠ নির্বাচন করা হয় সেই নিয়ে দেখা দেয় একাধিক প্রশ্ন।

Advertisements

বর্তমানে একের পর এক অ্যাওয়ে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের স্থান পাকা করে রাখল মহামেডান স্পোটিং ক্লাব। পরবর্তীতে শক্তিশালী গোকুলাম কেরালা এফসির মুখোমুখি হতে হবে তাদেরকে।