বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে…

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা। সকলের সামনেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করে সেই সংক্রান্ত কাগজ ধরিয়ে দেন মমতা। মঞ্চে সৌরভকে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, “না বললে চলবে না।” এরপর হাসিমুখে সৌরভ এগিয়ে যান, মমতার হাত থেকে প্রস্তাবপত্র গ্রহণ করেন।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, “আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে। আমাদের শক্তিশালী থাকতে হবে। আমাদের ভাগ্যের উপর নির্ভর করে থাকলে হবে না, নিজেদের ইচ্ছাশক্তি, পজিটিভিটির উপর নির্ভর করতে হবে।” মুখ্যমন্ত্রীর সাথে ইতালিতে গিয়ে সৌরভ গাঙ্গুলি(Sourav Ganguly) ঘোষণা করেছিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনিতে কারখানা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলায় লগ্নি টানতে বিদেশ সফরে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ মঙ্গলবার ২১ শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডরের কথা ঘোষণা করে বলেন, “সৌরভ নতুন প্রজন্মের জন্য খুব ভালভাবে কাজ করছেন।”

আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমার মতো একজন মানুষ যে এই শহরেই জন্মেছে, বড় হয়েছে.. তাঁর কাছে এটা সত্যিই একটা বড় ব্যাপার যখন সে দেখে, রাজ্য শিল্পের জন্য সামিট করছে। আমিও একটা ছোট্ট বিনিয়োগ করছি এই রাজ্যে।” আজ থেকে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বিজনেস সামিট (Bengal Global Business Summit)। দু-দিন ব্যাপী এই সামিট চলবে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। দেশ-বিদেশের তাঁবড়-তাঁবড় শিল্পপতিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন।

আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা যায় সৌরভকে। তিনি জনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএমএস করলে সব সময়ই ১ মিনিটের মধ্যে উত্তর পাওয়া যায়। সৌরভ আরও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে ভালবাসা তিনি পেয়েছেন, তা তাঁর হৃদয় ছুঁয়ে গিয়েছে। সৌরভ বলেন, অনেক সময় টিভিতে আমার ছবি দেখে মমতা বন্দ্যোপাধ্য়ায় আমায় জিজ্ঞেস করেন, ‘খাওয়া দাওয়া করছ না?’ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য মমতাকে ধন্যবাদ জানান সৌরভ।