Minakashi Mukherjee: কলকাতা পুলিশকে ধোঁকা, ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত বাম যুবদের

ইনসাফ মিছিল থেকে চিৎকার ‘ধর্মতলা তৃণমূলের বাপের জমিদারি নয়’। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যদি মনে করেন তিনিই একমাত্র ধর্মতলায় জনসভা করতে পারবেন তাহলে তিনি ভুল…

ইনসাফ মিছিল থেকে চিৎকার ‘ধর্মতলা তৃণমূলের বাপের জমিদারি নয়’। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যদি মনে করেন তিনিই একমাত্র ধর্মতলায় জনসভা করতে পারবেন তাহলে তিনি ভুল করছেন। এমনই চিৎকার আসল সিপিআইএমের (CPIM) ছাত্র যুব সংগঠনের জমায়েত থেকে। পুলিশের অনুমতি না থাকলেও ইনসাফ সমাবেশ করতে অনড় বাম যুবনেত্রী (Minakshi Mukherjee) মীনাক্ষী মু়খার্জি। তিনি চ্যালেঞ্জ করেছেন মমতাকে। তাৎপর্যপূর্ণ, সেই ভিক্টোরিয়া হাউসের সামনেই জমায়েত।

কলকাতা পুলিশ বাম ছাত্র যুব সংগঠনকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত করতে অনুমতি দেয়নি। মঙ্গলবার বেলা গড়াতেই বিরাট বাম জমায়েত পুলিশ কে ধোঁকা দিয়ে সেখানেও জমায়েত ছড়িয়ে দিল।

   

প্রত্যাশার চেয়ে বেশী মানুষ আসছে, ইনসাফ সভা নিয়ে মন্তব্য মীনাক্ষীর। আনিস হত্যাকারীদের বিচারের দাবি ও দুর্নীতি বিরোধী চোর ধরো জেলে ভরো স্লোগান তুলে বাম যুব সংগঠনের সমাবেশ ছড়িয়েছে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত। কলকাতায় বাম স্রোত।

দুরপাল্লার ট্রেন বাসে করে বাম ছাত্র-যুব কর্মীরা উপস্থিত হচ্ছেন একে একে। বাঁকুড়া, পুরুলিয়া থেকে একে একে কর্মীরা ভিড় জমাতে শুরু করেছেন। এদিন রেল মিউজিয়ামের সামনে জমায়েত করছেন তাঁরা।

তিনটি মিছিলে জমায়েত। সেখান থেকেই শাসক দলের বিরুদ্ধে তোপ দাগবেন বাম নেতৃত্ব। বাম নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায় জানিয়েছেন, জেলা থেকে তাঁদের যে প্রত্যাশা ছিল, তার থেকে বেশী কর্মীরা উপস্থিত হচ্ছেন। একে একে শিয়ালদহ স্টেশন থেকে কর্মীরা আসতে শুরু করেছেন বলে জানা গেছে। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ঐতিহাসিক সমাবেশ করতে চান তাঁরা। এদিনের মিছিল থেকে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন দলীয় নেতারা ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।