AFC Cup Clash: কবে ও কোথায় খেলতে নামছে মোহনবাগান ও বসুন্ধরা? জেনে নিন

গত মরশুমের অনবদ্য পারফরম্যান্সের পর এই নয়া মরশুমে ও যথেষ্ট ছন্দে রয়েছে মোহনবাগান। প্রথমে পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ডুরান্ড কাপ জয় করার পর…

Mohun Bagan Bashundhara

গত মরশুমের অনবদ্য পারফরম্যান্সের পর এই নয়া মরশুমে ও যথেষ্ট ছন্দে রয়েছে মোহনবাগান। প্রথমে পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ডুরান্ড কাপ জয় করার পর আইএসএলেও ব্যাপকভাবে জ্বলে ওঠে সবুজ-মেরুন। প্রথম ম্যাচে পাঞ্জাব এফসিকে বড় ব্যবধানে পরাজিত করার পর নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে ও পরাজিত করে কলকাতার এই প্রধান। এমনকি শেষ ম্যাচে চেন্নাইন দলের ঘরের মাঠে ও জয় পায় গতবারের আইএসএল জয়ীরা।

তবে শুধু এই দুই ফুটবল টুর্নামেন্ট নয়। এবারের এএফসি কাপে ও দূরন্ত ছন্দে আছে মোহনবাগান। প্রথম দিকে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসি থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা আবহনীকে ও পরাজিত করে গ্রুপ পর্বে স্থান করে নেয় মোহনবাগান।

তারপর এএফসি কাপের প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসিকে বড় ব্যবধানে পরাজিত করে সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে, আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে যায় বাগান শিবির। সেই নিয়েই গত কয়েকদিন আগে নিজেদের ঘরের মাঠে মালদ্বীপের শক্তিশালী দল মাজিয়া ফুটবল ক্লাবকে পরাজিত করে হুয়ান ফেরেন্দোর ছেলেরা।

সেই জয়ের ফলে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা অনেকটাই প্রশস্ত হয়ে যায় মেরিনার্সদের। বর্তমানে মারডেকা কাপের জন্য দলের ফুটবলাররা জাতীয় শিবিরে ব্যস্ত থাকলেও তা মিটিয়ে আসার পর ফের নিজেদের দেশি ও বিদেশী ফুটবলারদের নিয়ে অনুশীলনে নামবেন বাগান কোচ। তারপর এই এএফসি কাপের ম্যাচে শক্তিশালী বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহনবাগান। কবে খেলতে নামবে কলকাতার এই প্রধান?

নয়া ঘোষণা অনুসারে, আগামী ২৪ অক্টোবর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল। ম্যাচ শুরু হবে রাত ৯টা বেজে ৩০ মিনিট নাগাদ। এই ঘোষণার পর থেকেই কিছুটা হলেও ক্ষোভ দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। মূলত, ম্যাচের সময় নিয়ে চিন্তা দেখা দিয়েছে সকলের মধ্যে।