Interkashi FC: ইন্টারকাশির স্কোয়াডে যোগ দিলেন এই তরুণ ফুটবলার

Angelo Singh Keisam

গত কয়েকদিন আগেই আইলিগ মরশুমের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ইন্টারকাশি ফুটবল ক্লাব (Interkashi FC)। যেখানে প্রথমদিকে হাতে গোনা কয়েকজন ফুটবলারের নাম থাকলে ও পরবর্তীতে দীর্ঘ হয় সেই তালিকা। ম্যানেজমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে রেজিস্ট্রেশন অনুযায়ী নাম নথিভুক্ত করা হবে নয়া ফুটবলারদের। সেইমতো সময় এগোনোর সাথে সাথে একের পর এক দাপুটে ফুটবলারদের দেখা গিয়েছে দলের স্কোয়াডে। যার মধ্যে রয়েছেন জুলিন পেরেজ থেকে পিজমের মতো দাপুটে ফুটবলাররা।

সেইমত গতকাল বারানসীর এই ফুটবল ক্লাবের স্কোয়াডে আনা হয় স্প্যানিশ তারকা জর্ডন লামেলা। গত মরশুমে স্পেনের অ্যান্তোনিয়ানোর হয়ে খেলেছেন বছর বাইশের এই তরুণ। চোখ ধাঁধানো পারফরম্যান্সের কথা মাথায় রেখেই এবার এই লেফট উইঙ্গারকে দলে টেনেছে ইন্টারকাশি ফুটবল দল। বলতে গেলে প্রথমবারের মতো ভারতে খেলতে এসছেন এই তারকা। পূর্বে সান লাগনাসিও, আলাভেস ও ব্যালন ডি কাডিজের যুব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকার।

   

এবার সেই তালিকায় যুক্ত হল অ্যাঞ্জেলো সিং কেইসাম। গত মরশুমে তার অনবদ্য পারফরম্যান্স দেখেই তাকে দলে নেয় বারাণসীর এই ক্লাব। এবছর ৬ নম্বর জার্সি পড়ে খেলবেন এই তারকা। আজ ঘন্টাকয়েক আগেই আইলিগের স্কোয়াডে তাকে যুক্ত করে ইন্টারকাশি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন