Hamoon Cyclone: রাতেই জাগছে সাগর দানব, অন্ধ্রপ্রদেশ নাকি চট্টগ্রাম কোথায় আঘাত?

বঙ্গোপসাগরের ঘূর্ণি দানব এবার হামুন (Hamoon Cyclone) নাম নিয়ে এসেছে। আবহাওয়া বিশ্লেষণে উঠে আসছে রাতেই পরিপূর্ণ রূপ নেবে ঘূর্ণি। এরপর শুরু করবে আক্রমণ। সময়ের হিসেবে…

Hamoon Cyclone

বঙ্গোপসাগরের ঘূর্ণি দানব এবার হামুন (Hamoon Cyclone) নাম নিয়ে এসেছে। আবহাওয়া বিশ্লেষণে উঠে আসছে রাতেই পরিপূর্ণ রূপ নেবে ঘূর্ণি। এরপর শুরু করবে আক্রমণ। সময়ের হিসেবে হামুন বিজয়া দশমীর দিনই আছড়ে পড়বে। ভারত নাকি বাংলাদেশ কোথায় আঘাত? দুই দেশের আবহাওয়া বিভাগ IMD ও BMD কর্মকর্তারা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে চলেছেন।

প্রাথমিকভাবে ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, হামুন অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত করতে চলেছে। এই বার্তার পরই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা এই দুই উপকূলীয় রাজ্য সরকার জারি করেছে বিশেষ সতর্কতা। হামুনের হানা থেতে বাঁচতে জারি হয়েছে সাগরে মাছ ধরা সাময়িক নিষেধ।

শারোদৎসবের সময় উপকূলের সৈকত শহরগুলিতে পর্যটকদের ভিড় আছে। বিশেষত ওড়িশার পুরী, কোনারক, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনেক পর্যটক আছেন। তাদের চিন্তা বাড়ছে। হামুনের গতি ও শক্তি বাড়ছে বলেই জানাচ্ছে আইএমডি। বিসর্জনের দিনে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ হাওড়া এবং হুগলি জেলার কিছু এলাকায় হবে বৃষ্টি।

বাংলাদেশ আবহাওয়া বিভাগ (BMD) জানাচ্ছে, নিম্নচাপটি আজ রাতের মধ্যে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। প্রাথমিকভাবে এর গতিমুখ বরিশাল ও চট্টগ্রামের উপকূলের দিকে। বঙ্গোপসাগরের পরবর্তী আবহাওয়া পরিস্থিতির ওপরে ঝড়ের গতিপ্রকৃতি নির্ভর করছে।  বাংলাদেশের দুই উপকূলীয় বিভাগের গুরুত্বপূর্ণ সৈকত পর্যটন এলাকা চট্টগ্রামের কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপ ও বরিশালের কুয়াকাটায় সাগর উত্তাল। পর্যটকদের সতর্ক করা হয়। বিখ্যাত সেন্ট মার্টিন থেকে পর্যটকদের সরানো হয়।

ভারত নাকি বাংলাদেশ কোথায় হামুন স্থলভাগে ঢুকবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। দুই দেশের নৌ বাহিনী ও উপকূলরক্ষী বাহিনী প্রস্তুত যে কোনওরকম পরিস্থিতিতে সামুদ্রিক ঘূর্ণি বিপর্যয় পরবর্তী সময়ে উদ্ধার কাজে নামার জন্য।