আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই শুরু হবে ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) মধ্যেকার সেমিফাইনাল। সেমিফাইনালের প্রথম পর্ব ভুবনেশ্বরে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চনমনে সবুজ মেরুন ব্রিগেড।
ছুটি বাতিল করিয়ে ফুটবলারদের অনুশীলনে ডেকে নিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ অ্যাণ্টোনিও লোপেজ হাবাস। হাবাসের চোখ আইএসএল ট্রফির ওপর। কোনওরকমের ঢিলেমি তিনি বরদাস্ত করতে নারাজ। তাই বলে রোজ রোজ কঠোর পরিশ্রম করানোও কাজের কথা নয়।
হাবাস আমলে সবুজ মেরুন ব্রিগেডের অন্যতম বড় সম্পদ ফুটবলারদের মধ্যে বোঝাপড়া। ম্যাচের ফলাফল যাইহোক না কেন, ফুটবলারদের মধ্যে বজায় থেকেছে স্বাস্থ্যকর পরিবেশ। একে অন্যের সঙ্গে সম্পর্ক ভালো থাকার ফল পাওয়া গিয়েছে মাঠের পারফরম্যান্সেও।
Using experience to win the challenge, your DIMI-GOD! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/tZPTInpLGj
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 22, 2024
ম্যাচের আগের দিনেও অনুশীলন করিয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। অভিনব কায়দায় করিয়েছেন প্র্যাক্টিস। ফুটবলারদের এই বিশেষ অনুশীলন করার মুহূর্ত অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দিমি পেত্রাতস, আশীষ রাই, লিস্টন কোলাসোরা হাসি মুখে করেছেন এই ড্রিল। সেই ফাঁকে ক্যামেরায় ধরা পড়েছে খেলোয়াড়দের নিজেদের মধ্যে করা খুনসুটি।