Mohun Bagan SG: গতি দিয়ে বাজিমাত করতে পারে মোহন-তরী

Antonio Lopez Habas

প্রথম লেগের সেমিফাইনাল খেলতে নামার আগে চনমনে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। কার্ড সমস্যায় ওড়িশা এফসির বিরুদ্ধে আগামীকালের ম্যাচ খেলতে পারবেন না ব্রান্ডন হামিল। এছাড়া ফিট স্কোয়াড হাতে পাচ্ছেন লোপেজ হাবাস। ফুটবলারদের ফিটনেস বজায় রাখার ব্যাপারে জোর দিচ্ছেন তিনি।

Advertisements

মরসুমের শুরুর দিকে বরংবার চোট আঘাত সমস্যায় ভুগেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। হাবাস এসে এই সমস্যার সমাধান করেছেন অনেকটা। ওড়িশা এফসির বিরুদ্ধের প্রথম লেগের সেমিফাইনালে মাঠে নামাতে পারবেন প্রায় পূর্ণ শক্তির দল। প্রতিপক্ষ দলকে ঘায়েল করতে গতি নির্ভর ফুটবলের ওপর তিনি ভরসা রাখতে পারেন।

এটিকের কোচ থাকার সময় হাবাসের ফুটবল দর্শনের সঙ্গে পরিচয় হয়েছিল ভারতীয় ফুটবল প্রেমীদের। রক্ষণ মজবুত রেখে আক্রমণে ওঠার কৌশল অবলম্বন করতেন। পাল্টা আক্রমণে যাওয়ার সময় মাঝমাঠের ওপর থাকতো বড় দায়িত্ব। লুইস গার্সিয়া, বোরহা ফ্যার্নান্ডেজরা নিখুঁত টাচে দ্রুত বল বাড়িয়ে দিতেন আপ ফ্রন্টে। প্রতি আক্রমণের মুখ্য উপাদান গতি ও নিখুঁত পাসিং।

Advertisements

ওড়িশা এফসির বিরুদ্ধে নিখুঁত পাস বাড়িয়ে দ্রুত আক্রমণ গড়ার অন্যতম কারিগর হতে পারেন জনি কাউকো। ফলোআপে থাকতে পারেন দুই উইনঙ্গার। সঙ্গে হয়তো দিমি পেত্রাতস। স্ট্রাইকার হিসেবে জেসন কামিন্স নাকি আর্মান্দ সাদিকু সেটা বলা মুশকিল।