Lalruatthara: ওডিশা এফসির এই তারকাকে সই করাল ইন্টারকাশি

নয়া আইলিগ মরশুমে নিজেদের খেলার ছাড়পত্র পাওয়ার পর থেকেই জোর কদমে দল গঠনের কাজে নেমে পড়েছে ইন্টার কাশি ফুটবল ক্লাব। উল্লেখ্য, উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো…

Lalruatthara

নয়া আইলিগ মরশুমে নিজেদের খেলার ছাড়পত্র পাওয়ার পর থেকেই জোর কদমে দল গঠনের কাজে নেমে পড়েছে ইন্টার কাশি ফুটবল ক্লাব। উল্লেখ্য, উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে এসেছে এই ক্লাব। মূলত দেশের কিছু ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবল ক্লাবের হাত ধরে এবার জাতীয় স্তরের টুর্নামেন্টে খেলতে নামছে এই দল।

যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ সহ আরও বেশকিছু স্প্যানিশ ক্লাব। এই প্রথম বছরেই নিজেদের অন্যতম শক্তিশালী দল তৈরি করে প্রতিপক্ষ ক্লাব গুলিকে কঠিন লড়াই দেওয়াই এখন একমাত্র উদ্দেশ্য তাদের ম্যানেজমেন্টের।

তাই মরশুম শুরুর আগে থেকেই দল বদলের বাজার থেকে বহু দেশি ও বিদেশি খেলোয়াড়দের চূড়ান্ত করতে থাকে উত্তর প্রদেশের এই ফুটবল ক্লাব। যাদের মধ্যে দেশীয় ফুটবলার হিসেবে রয়েছেন সেহনাজ সিং, লাল-হলুদ ব্রিগেডের প্রাক্তন তারকা সুমিত পাসি সহ শ্যারন পাদাত্তিলের মতো প্রতিভাবানরা।

এমনকি পাঞ্জাব দলের ফুটবলার শুকদেব ও খেলবেন এবারের এই আইলিগ মরশুমে। এছাড়াও পিটার হার্টলির মতো একাধিক বিদেশি ফুটবলারকে আনা হয়েছে বারানসীর এই ফুটবল দলে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ওডিশা দলের এক দাপুটে তারকা।

তিনি লালরুয়াথারা। একটা সময় চামারি এফসি থেকে নিজের অভিযান শুরু করেছিলেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে আইজল সহ কেরালা ব্লাস্টার্সের মতো দলে খেলেছিলেন এই দাপুটে লেফট ব্যাক। এমনকি শেষ মরশুমে ওডিশা এফসির হয়ে ও যথেষ্ট সফল ছিলেন তিনি। এমনকি জাতীয় দলের জার্সিতে ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার ও রেকর্ড আছে এই তারকার। এবারের এই নয়া আইলিগ মরশুমে তাকেই চূড়ান্ত করল ইন্টারকাশি ফুটবল দল।