ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় দাপিয়ে খেলা উইঙ্গার এবার ISL-এ!

। এই পরিস্থিতিতে মাঠে বাইরে ছিটকে যাওয়া সাত্রের বদলে নতুন বিদেশি ফুটবলার নিয়ে আসতে পারে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) এই ক্লাব। শোনা যাচ্ছে হাইপ্রোফাইল এক ফুটবলারের নাম ।

Ryan Williams

নতুন মরসুম শুরু হওয়ার আগেই চোটের কবলে পড়েছেন কেরালা ব্লাস্টার্সের বিদেশি ফুটবলার। চলতি মরসুমে তার মাঠে নামার সম্ভাবনা আর নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে মাঠে বাইরে ছিটকে যাওয়া সাত্রের বদলে নতুন বিদেশি ফুটবলার নিয়ে আসতে পারে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) এই ক্লাব। শোনা যাচ্ছে হাইপ্রোফাইল এক ফুটবলারের নাম ।

এবারের ট্রান্সফার উইন্ডোতে ভারতের বেশিরভাগ দল দারুণভাবে সক্রিয় রয়েছে। একাধিক নামীদামী বিদেশি ফুটবলারকে ক্লাবগুলো নিশ্চিত করেছে। তুলনায় দল গঠনের কাজে অনেকটা পিছিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার্সের। কম বাজেটের মধ্যে দল গঠন করতে হচ্ছে তাদের। তাই ফুটবলার বাছাই করতে হচ্ছে সতর্কতার সঙ্গে। চোটের কবলে থাকা সাত্রের ভালো মানের এক বিদেশিকে ক্লাব চূড়ান্ত করার পথে রয়েছে বলে শোনা যাচ্ছে। ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনায় রয়েছেন Ryan Williams।

Ryan Williams অস্ট্রেলিয়ার ফুটবলার। খেলেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে। তবে পেশাদার ক্লাব ফুটবল কেরিয়ারের বেশিরভাগ সময় তার কেটেছে ইংল্যান্ডে। পোর্টসমাউথ, ফুলহ্যামের মতো ক্লাবের হয়ে নেমেছেন মাঠে। এছাড়াও চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ডের লোয়ার ডিভিশনের একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা তার রয়েছে। খেলেন মূলত উইং বরাবর। মাঝমাঠ এবং আক্রমণে খেলা তৈরি করার ব্যাপারে মুন্সিয়ানা রয়েছে।

অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণকারী উইলিয়ামসের মা একজন ভারতের। তার মা ছিলেন মুম্বইয়ের। বাবার জন্ম ইংল্যান্ডের কেন্টে। উইলিয়ামস বেড়ে উঠেছিলেন ফুটবল পরিবারে। বড় ভাই রাইস এবং যমজ ভাই আরিয়ান উভয়ই পেশাদার ফুটবলার। ইংল্যান্ডে যাওয়ার আগে ভাইয়েরা সবাই ইসিইউ জুন্ডালুপে তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন।