World Cup: দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হেরে গেল ইংল্যান্ড

World Cup: চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে পরাজয়। গতবারের বিশ্ব বিজেতাদের এবার করুণ অবস্থা। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২৯ রানে পরাজিত ইংল্যান্ড। পয়েন্টের নিরিখে আফগানিস্তানের…

South Africa Won by 229 Runs

World Cup: চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে পরাজয়। গতবারের বিশ্ব বিজেতাদের এবার করুণ অবস্থা। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২৯ রানে পরাজিত ইংল্যান্ড। পয়েন্টের নিরিখে আফগানিস্তানের সঙ্গে এখন সমানে সমানে ইংরেজরা।

প্রথমে ব্যাট করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩৯৯ রানের বিশাল রান খাড়া করে দক্ষিণ আফ্রিকা। দলের তিন ব্যাটসম্যান করেছেন অর্ধ শতরান। একজন করেছেন শতরান। দক্ষিণ আফ্রিকার হয়ে এদিনের ম্যাচে সেঞ্চুরি করেছেন হেনরিক ক্লাসেন। তার ৬৭ বলে ১০৯ রানের ইনিংসের সময় ইংরেজ বোলারদের হয়েছিল দশাসই অবস্থা।

তার আগে থেকেই অবশ্য অকাতরে রান বিলিয়েছেন টিপলে, মার্ক উডরা। ক্লাসেন ছাড়া সাউথ আফ্রিকার হয়ে উল্লেখযোগ্য রান করেছেন হেনড্রিকস (৮৫ রান), ভ্যান ডার দুসেন (৬০ রান), মার্করাম (৪২ রান) ও জানসেন (অপরাজিত ৭৫ রান)। ইংল্যান্ডের হয়ে রিসে টপলে তিন উইকেট নিলেও ৮.৫ ওভারে দিয়েছেন ৮৮ রান।

দক্ষিণ আফ্রিকা যে উইকেটে ৩৯৯ রান করেছে, সেই উইকেটে ডাঁহা ফেল ইংল্যান্ড। ২২ ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস। তাসের ঘরের মতো ভেঙে পরে তাদের ব্যাটিং লাইন আপ। দক্ষিণ আফ্রিকার প্রত্যেক বোলার উইকেট পেয়েছেন। চার ওভারে তিন উইকেট নিয়ে সেরা বোলার কোয়েতজে।
ইংল্যান্ডের হয়ে সবথেকে বেশি রান করেছেন দুই টেল এন্ডার- অ্যাটকনসন (৩৫ রান) ও মার্ক উড (অপরাজিত ৪৩ রান)। ইংল্যান্ড ব্যাটিং লাইন আপের প্রথম আট ব্যাটসম্যান ব্যক্তিগত ভাবে কুড়ি রানও করতে পারেননি। ফলে ১৭০ রানে সমাপ্ত হয় গতবারের বিশ্বকাপ জয়ী দলের ইনিংস।