HomeSports NewsMumbai FC: মুম্বইয়ের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন ফুরবা লাচেনপা

Mumbai FC: মুম্বইয়ের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন ফুরবা লাচেনপা

- Advertisement -

দিনকয়েক আগেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবলের মরশুম। যারফলে, এখন নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন ফুটবলাররা। তবে থেমে নেই আইএসএল থেকে শুরু করে আইলিগের দলগুলো। এখন থেকেই আগামী মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল। আসন্ন ফুটবল মরশুমে নিজেদের মেলে ধরতে মরিয়া সকলেই।

সেইমতো নিজেদের উইশ লিস্ট অনুযায়ী খেলোয়াড়দের কাছে লোভনীয় প্রস্তাব পাঠাচ্ছে দল গুলি। আবার অনেকে চুক্তি বাড়াচ্ছে দলের পুরোনো তারকাদের সঙ্গে। এক্ষেত্রে অন্যান্য দল গুলির তুলনায় অনেকটাই সক্রিয় রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি।

Advertisements

বর্তমানে দলবদলের বাজারে যখন দাপিয়ে বেড়াচ্ছে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে এফসি গোয়ার মতো দল। ঠিক তখনই নিজেদের পুরোনো দলকে ধরে রাখার পরিকল্পনা মুম্বাইয়ের। শেষ ফুটবল মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে মুম্বাই। টুর্নামেন্টের লিগশিল্ড জেতার দরুণ এফসি চ্যাম্পিয়ন লিগে সুযোগ করে নিয়েছে দল। পাশাপাশি আইএসএলের সেমিফাইনালে ও যথেষ্ট লড়াকু মেজাজে দেখা গিয়েছে তাদের। যদিও শেষ পর্যন্ত সাডেন ডেথে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হতে হয়েছিল রাহুল ভেকে’দের। তবে তাদের পারফরম্যান্সে যথেষ্ট খুশি সকলে।

সেইধারা বজায় রাখার ক্ষেত্রেই এবার নিজেদের পুরোনো যোদ্ধাদের দলে রাখার পরিকল্পনা নিল মুম্বাই। সেইমতো সপ্তাহখানেক আগেই দলের তারকা বিদেশি গ্ৰগ স্টুয়ার্টের সঙ্গে চুক্তি বাড়িয়েছে তাদের দল। এই তারকা ফুটবলারের কাছে কেরালা ব্লাস্টার্সের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত নিজের পুরোনো দলকেই বেছে নিলেন তিনি। একইভাবে মুম্বাই তে থাকতে চলেছেন ভারতীয় তারকা ছাংতে।

একটা সময় তাকে দলে নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল থেকে শুরু করে জামশেদপুর ও চেন্নাইন আসরে নামলে ও পুরোনো দলেই নাকি থাকছেন তিনি। একইভাবে এবার চুক্তি বাড়ানো হল দলের অন্যতম ভরসাযোগ্য তারকা তথা তিন কাঠির নায়ক ফুরবা লাচেনপা’র সঙ্গে। যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি মরশুমের চুক্তিতে মুম্বাইয়ে থাকছেন তিনি।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ