World Cup: চাপে ইংল্যান্ড, বিশ্বকাপে ১৬ বছর হারাতে পারেনি শ্রীলঙ্কাকে

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে (World Cup) আজ মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বেঙ্গালুরুর চিন্নাস্নামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দুই দলের এবারের বিশ্বকাপ…

England Sri Lanka

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে (World Cup) আজ মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বেঙ্গালুরুর চিন্নাস্নামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দুই দলের এবারের বিশ্বকাপ এখনও পর্যন্ত বিশেষ কিছু সাফল্য আসেনি। টুর্নামেন্টে এই দুই দল মাত্র একটি করে ম্যাচ জিতেছে। দুই দলই তাদের দ্বিতীয় জয়ের সন্ধানে রয়েছে। আজকের ম্যাচটি ইংল্যান্ডের জন্য খুব চাপের হতে চলেছে। কারণ ১৬ বছর ধরে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ডের ক্রিকেট দল।

বিশ্বকাপের ইতিহাসে ১৬ বছর ধরে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ডের দল। সর্বশেষ ১৯৯৯ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড দল। এরপর থেকে ধারাবাহিকভাবে বিশ্বকাপে হেরে চলেছে ইংলিশ দলটি। এই দুই দল বিশ্ব ইতিহাসে ১১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬টিতে এবং শ্রীলঙ্কা জিতেছে ৫টিতে। উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে এই দুই দলের মধ্যে ৭৮টি ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে ইংল্যান্ড জিতেছে ৩৮টিতে এবং শ্রীলঙ্কা জিতেছে ৩৬টিতে।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা তাদের খেলোয়াড়দের ইনজুরি নিয়ে লড়াই করছে। শ্রীলঙ্কা দলের অধিনায়ক দাসুন শানাকা চোটের কারণে এরই মধ্যে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও এবার এই ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী রিস টপলিও আঙুলের ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

২০২৩ বিশ্বকাপের ২৪ ম্যাচ শেষে নিজেদের চার ম্যাচে এক জয় ও তিন পরাজয়ের পর দুই পয়েন্ট (-১.০৪৮) নিয়ে সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কার দল। একই সঙ্গে ইংলিশ দলের অবস্থাও একই রকম। ইংল্যান্ড তাদের চার ম্যাচে একটি জয় ও তিনটি পরাজয় পেয়েছে। ইংল্যান্ডের প্রাপ্ত দুই পয়েন্ট (-১.২৪৮) এবং তারা অষ্টম স্থানে রয়েছে।