ED: বিপুল টাকার লেনদেন সূত্রের খোঁজে ইডি, জেরায় জেরবার মন্ত্রী জ্যোতিপ্রিয়

সাত সকাল থেকে জেরা চলছে। রেশন দুর্নীতির তদন্তে বিপুল লেনদেনে নজর ইডির। সেই সূত্রে বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে ও তাঁর আপ্তসহায়কের ফ্ল্যাটে…

সাত সকাল থেকে জেরা চলছে। রেশন দুর্নীতির তদন্তে বিপুল লেনদেনে নজর ইডির। সেই সূত্রে বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে ও তাঁর আপ্তসহায়কের ফ্ল্যাটে চলছে তল্লশি। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সহ আট জায়গায় চলছে ইডি তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে  সল্টলেকের বি সি ব্লকে মন্ত্রীর ঘরে ঢোকেন ED গোয়েন্দারা। বাড়ি ঘিরে ফেলা হয়েছে। জেরা চলছে মন্ত্রীর।

তদন্তে আগেই ধৃত বাকিবুরের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চলছে ইডি অভিযান। জ্যোতিপ্রিয় মল্লিক যখন খাদ্যমন্ত্রী ছিলেন সেই সময় থেকে খাদ্য দফতরের নথি বাকিবুরের কাছে কী করে গেল তা জানতে চায় ইডি। নদিয়ার এক চালকলের মালিক বাকিবুর রহমান আপাতত ইডি হেফাজতে। মন্ত্রীর আপ্তসহায়ক অমিত দে আছেন ইডি নজরে। তার নাগেরবাজারের দুটি ফ্ল্যাটেই যায় ইডি।  দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে। তাকে জেরার পরেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাকিবুরকে গ্রেফতারের পর থেকেই ইডি দাবি করে প্রভাবশালী মন্ত্রীর যোগ পাওয়া গেছে। এরপরেই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে ঢুকল ইনি।মন্ত্রী সাফ জানিয়েছেন বাকিবুরকে তিনি চেনেন না। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাকিবুর রহমানের অন্তত একশ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে ইডি।  রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য করা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।