আগামী শনিবার অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ (Kolkata Derby)। কলকাতা ফুটবল লিগের এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য এবার বেছে নেওয়া হয়েছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনকে। দিনকয়েক আগে অনলাইনে ছাড়া হয়েছে এই ম্যাচের টিকিট। কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকেই মোহনবাগান সুপারজায়ান্টস দলের অংশগ্রহণ নিয়ে দেখা যায় ধোঁয়াশা। আসলে এদিন আইএফএ অফিসে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।
সেখানে ম্যাচ কমিশনার ও ম্যাচ রেফারির পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের টিম ম্যানেজার উপস্থিত থাকলেও দেখা মেলেনি মোহনবাগানের টিম ম্যানেজারের। যা নিয়ে উঠতে থাকে একাধিক প্রশ্ন। অবশেষে রাতের দিকে বঙ্গীয় ফুটবল ফেডারেশনকে এই নিয়ে নিজেদের মতামত তুলে ধরে বাগান ব্রিগেড। সেই অনুপাতে এবারের প্রিমিয়ার ডিভিশন লিগের ডার্বি ম্যাচে অংশগ্রহণ করতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। আসলে বিশেষ কাজের দরুন শহরের বাইরে থাকার জন্য ম্যানেজারস মিটিংয়ে থাকা সম্ভব হয়নি তাদের পক্ষে।
কিন্তু কলকাতা ফুটবল লিগের গত দুই ম্যাচের মত এবার ও খেলতে নামবে ডেগি কার্ডোজোর ছেলেরা। উল্লেখ্য, এই কলকাতা লিগের শুরুটা খুব একটা ভালো থাকেনি মেরিনার্সদের জন্য। ভবানীপুরের পাশাপাশি রেনবো এফসির সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে মোহনবাগানের ছোটরা। যা কিছুটা হলেও চাপে রাখবে বাগান ব্রিগেডকে।
তবুও সুহেল ভাট থেকে শুরু করে টাইসং সিং ও রাজ বাস্ফোরের মত ফুটবলারদের দিকে নজর রাখবে মেরিনার্সরা। ডার্বির মধ্যে দিয়ে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিতে চায় বাগান ব্রিগেড।