ওডিশা এফসির বিরুদ্ধে এমন অপ্রত্যাশিত হারের পরে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইস্টবেঙ্গল (East Bengal FC)। সোমবার সন্ধ্যেতে লাল হলুদ শিবির অনুশীলনে নামে।
এদিন প্র্যাকট্রিস সেশনের মাঝে ইস্টবেঙ্গল মিডিয়া টিম দলের প্র্যাকট্রিসের বেশ কয়েকটি মুহুর্ত ফ্রেমবন্দী করে টুইট পোস্ট করেছে।ওই টুইট পোস্টের ক্যাপসন বেশ তাৎপর্যপূর্ণ।ক্যাপসনে লেখা,”
“অন্ধকার কিছু মনে করবেন না, আমরা এখনও একটি উপায় খুঁজে পেতে পারি,
‘কারণ কিছুই’ চিরকাল স্থায়ী হয় না, এমনকি নভেম্বরের ঠান্ডা বৃষ্টিও।”
#জয়ইস্টবেঙ্গল #আমাগোমশাল “
"Never mind the darkness, we can still find a way,
'Cause nothin' lasts forever, even cold November rain."#JoyEastBengal #আমাগোমশাল pic.twitter.com/vOzGIANM5C— East Bengal FC (@eastbengal_fc) November 21, 2022
ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে দুগোলের লিড থাকার পর,দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে দুগোল হজম কিছুতেই মেনে নিতে পারছে না লাল হলুদ ভক্তরা।তাই সমর্থকদের আশ্বস্ত করতে এবং পাশে থাকার বার্তা দিতেই এমন আবেগঘন টুইট পোস্ট ইস্টবেঙ্গল এফসির।