মোহনবাগানের বিরুদ্ধে জরুরি ম্যাচে অনিশ্চিত ডায়মন্ড হারবারের একাধিক ফুটবলার!

সুপার সিক্সের টিকিট পাকা করার খুব কাছে এসে গিয়েছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আর এক পয়েন্ট পেলেই পরের পর্বে চলে যাবে পালতোলা নৌকা।

Diamond Harbour FC

সুপার সিক্সের টিকিট পাকা করার খুব কাছে এসে গিয়েছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আর এক পয়েন্ট পেলেই পরের পর্বে চলে যাবে পালতোলা নৌকা। রবিবার নৈহাটি স্টেডিয়ামে মোহন বাগানের সামনে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (Diamond Harbour FC)। খেলা শুরু হবে বিকেল ৩ টের সময়। দুই ক্লাবেই সমস্যা রয়েছে ম্যাচের আগে।

মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচে কার্ড দেখতে হয়েছিল মোহন বাগান সুপার জায়ান্টের রিজার্ভ দলের কোচ বাস্তব রায়কে। জলের বোতলে লাথি মেরে কার্ড দেখেছিলেন তিনি। তার জের থাকবে এই ম্যাচেও। আজকের ম্যাচে সাইড লাইনের ধারে তিনি দাঁড়াতে পারবেন না। কোচ ছাড়াই জরুরি ম্যাচে মাঠে নামতে হবে সবুজ মেরুন শিবিরের তরুণ খেলোয়াড়দের। বাস্তবের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব পালন করতে হতে পারে বাস্তব রায়ের সহকারী বিশ্বজিৎ ঘোষাল এবং গোলরক্ষক কোচ অভ্র মণ্ডলকে।

   

কোচ না থাকা যেমন নেতিবাচক বিষয়, তেমনই ইতিবাচক দিক রয়েছে সবুজ মেরুন তাঁবুতে। জাতীয় দলের শিবির শেষ করে ক্লাবে ফিরেছেন সুহেল আহমেদ ভাট, হামতে, আর্শ আনোয়াররা। চলতি মরসুমের অন্যতম আবিষ্কার সুহেল আহমেদ ভাট। একের পর এক ম্যাচে গোল করে সমর্থকদের নজর কেড়েছেন তিনি। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে মাঠে দেখা যেতে পারে তাকে।

অন্য দিকে বাগানের বিরুদ্ধে ম্যাচে হয়তো পূর্ণ শক্তির দল পাচ্ছেন না ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কোচ কিবু ভিকুনা। মোহন বাগান সুপার জায়ান্টের ম্যাচের বিরুদ্ধে হয়তো মাঠে দেখা যাবে না মনতোষ চাকলাদার, অভিষেক দাস সহ একাধিক ফুটবলারদের। তবে ডায়মন্ড হারবার এফসির রাহুল পাসোয়ন এবার ভালো ফর্মে আছেন, বেশ কিছু গোল করেছেন। বাগানের জুনিয়র ডিফেন্স লাইনকে পরীক্ষার মুখে ফেলতে পারেন তিনি।