Emami East Benga: মশাল নেভানোর জন্য ডায়মন্ড হারবারের ভরসা সেই কিবু ভিকুনা

Kibu Vicuna

ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) বিরুদ্ধে ম্যাচ। প্রদর্শনী ম্যাচ হলেও ইস্টবেঙ্গলের ম্যাচ বলে কথা। তাই ফুটবল প্রেমীদের উৎসাহ রয়েছে। তার ওপর এবার লাল হলুদ ব্রিগেড নতুন করে সাজানো হয়েছে। খেলোয়াড়রা কেমন খেলেন, সে ব্যাপারেও ক্লাব সমর্থক ও ফুটবল উৎসাহীদের আগ্রহ রয়েছে।

Advertisements

আরও পড়ুন: Kibu Vicuna: কলকাতার ক্লাবে কোচিং করাতে আসছেন কিবু ভিকুনা

১৬ আগস্ট ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে ইমামি ইস্টবেঙ্গল। বিকেল সাড়ে ৫ টায় খেলা। ডায়মন্ড হারবারের ফেসবুক পেইজ ও এই টিউন চ্যানেল থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে। নৈহাটি স্টেডিয়ামে এই প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: Emami East Bengal: লাল-হলুদে ব্র্যাড ইনমানের আসার সম্ভাবনা কতটা? জেনে নিন

Advertisements

প্রদর্শনী ম্যাচ হলেও তৈরি থাকছে দুই দল। ডায়মন্ড হারবার ইতিমধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে রয়েছে। কলকাতা ফুটবল লিগে মাঠে নেমেছে দল। অন্য দিকে ইস্টবেঙ্গল সদ্য দল গঠনের কাজ প্রায় সমাপ্ত করেছে বলে যায়। কিছু দিন হল অনুশীলন চলছে। প্রস্তুতি ম্যাচ এখনও খেলা হয়নি। ডুরান্ড কাপে নামার আগে লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইনও চাইবেন ছেলেদের একটু দেখে নিতে। সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচের বিকল্প নেই।

আরও পড়ুন: জানতাম দিদি পাশে থাকবে, CBI হেফাজতে ‘আত্মবিশ্বাসী’ কেষ্ট

ফুটবলারদের পাশাপাশি দুই দলেই পোড়খাওয়া কোচ। ডায়মন্ড হারবারের হয়ে রয়েছে কিবু ভিকুনা। ইস্টবেঙ্গলে স্টিফেন কনস্টানটাইন, বিনো জর্জ। ফুটবলারদের নৈপুণ্যতার সঙ্গে দুই দলের কোচদের দিকেও নজর থাকবে। ইস্টবেঙ্গলকে রুখে দিতে পারলেন লিগের লড়াইয়ে আগামী দিনে আরও আত্মবিশ্বাস পাবে ডায়মন্ড হারবার। সেক্ষেত্রে স্প্যানিশ কোচের মগজাস্ত্রের দিকে তাকিয়ে থাকতেই হয়।