দুরন্ত জয় দিয়ে কন্যাশ্রী কাপ অভিযান শুরু করল ইমামি ইস্টবেঙ্গল

একদিকে পুরুষ দল যখন জয়ের জন্য হাপিত্যেশ করছে, তখন জয় দিয়েই মরশুম শুরু করল ইমামি ইস্টবেঙ্গল এফসির (Emami East Bengal) মহিলা দল। মঙ্গলবার রবীন্দ্র সরোবর…

Emami East Bengal started

একদিকে পুরুষ দল যখন জয়ের জন্য হাপিত্যেশ করছে, তখন জয় দিয়েই মরশুম শুরু করল ইমামি ইস্টবেঙ্গল এফসির (Emami East Bengal) মহিলা দল। মঙ্গলবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন্যাশ্রী কাপ ২০২২ (Kanyashree Cup) এর উদ্বোধনী ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশকে ২-০ ফলে হারায় ইমামি ইস্টবেঙ্গল এফসি।

Advertisements

Emami East Bengal started their Kanyashree Cup

   

২৫ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন সুলঞ্জনা রাউল, এরপর দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে গোল করেন মৌসুমি মুর্মু। ম্যাচে বেশ আক্রমণাত্মক খেলেন ইস্টবেঙ্গলের মেয়েরা। শেষ অবধি ২-০ ফলে জয় পায় লাল-হলুদের মহিলা ব্রিগেড।

তবে এই জয় নিয়ে সন্তুষ্ট নন ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ সুজাতা কর। এদিকে ইস্টবেঙ্গলের জার্সিতে গোল করে বেশ খুশি ১৫ বছরের সুলঞ্জনা রাউল।