ওগবেচে কি আসছে ইস্টবেঙ্গলে? জানুন বিস্তারিত

বছর শেষ হতে আর হাতে গোনা কয়েক দিন বাকি। আর তারপর নতুন বছর পরলেই ট্রান্সফার মার্কেটের শুরুয়াত। দলবদলের বাজার।এই ট্রান্সফার উইন্ডো থেকে বেশ কিছু ভালো…

Nigeria goal machine Bartholomew Ogbeche

বছর শেষ হতে আর হাতে গোনা কয়েক দিন বাকি। আর তারপর নতুন বছর পরলেই ট্রান্সফার মার্কেটের শুরুয়াত। দলবদলের বাজার।এই ট্রান্সফার উইন্ডো থেকে বেশ কিছু ভালো ফুটবলারদের তুলে নেওয়াটাই লক্ষ‍্য এখন ইস্টবেঙ্গলের (East Bengal)।

এবারের আইএসএলে এখনও হোম ম‍্যাচে জয় অধরা ইস্টবেঙ্গলের।পারফরম্যান্সেও তলানিতে।তাই দলের উন্নতির স্বার্থে বেশ কিছু পরিবর্তন করতে চায় ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন। এক্ষেত্রে দলের বিদেশি শক্তিকে শক্তিশালী করে তোলাটাই লক্ষ‍্য লাল হলুদ কোচের।

ইতিমধ্যে ময়দানে জোর জল্পনা । শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসির আক্রমণ ভাগের ফুটবলার বার্থালোমিউ ওগবেচে কে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল।এই বিষয় সংশ্লিষ্ট ক্লাবের কর্তাদের সাথে কথা হয়েছিলো লাল হলুদ ব্রিগেডের।

কিন্তু এই মুহূর্তের যা খবর,তা অনুযায়ী হায়দ্রাবাদ এফসির বার্থালোমিউ ওগবেচে কে ছাড়ার কোন পরিকল্পনা নেই হায়দ্রাবাদ এফসির।দলের অন‍্যতম সেরা স্ট্রাইকার কে ছাড়ার কোনও পরিকল্পনা নেই নিজামের শহরের।

এমন সময় জামশেদপুর এফসির পিটার হার্টলের নাম জড়িয়েছে ইস্টবেঙ্গলের সাথে।পরিচিত মেজাজে খেলতে পারছেন না, তাই হার্টলে কে ছেড়ে দিতে পারে হার্টলেকে। এমন একটা পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সমস্ত নজর এখন এই ব্রিটিশ ফুটবলারের উপর।

তবে শুধুমাত্র হার্টলে নয়,বেশ কিছু বিদেশি ডিফেন্ডারের নাম আছে ইস্টবেঙ্গলের তালিকায়।এরই মাঝে শোনা যাচ্ছে এলিয়ান্দ্রো কে রেখে দিতে পারে ইস্টবেঙ্গল ।লাল হলুদ কোচের অন‍্যতম পছন্দের খেলোয়াড় এলিয়ান্দ্রো।চলতি মরশুমে তার পারফরম্যান্স তেমন কিছু নয়।ব্রাজিলের এই ফরোয়ার্ড এবারের আইএসএলের কোনও ম‍্যাচে শুরু থেকে খেলেননি।পরিবর্ত হিসেবে খেলেছিলেন কয়েকটি ম‍্যাচে।তবুও তাকে রেখে দিতে চাইছেন কোচ স্টিফেন কনস্টানটাইন।তবে তাকে রেখে দেওয়া হবে কিনা সেটা নিয়ে ক্লাবের কর্মকর্তাদের সাথে আলোচনায় বসবে কনস্টানটাইন।শোনা যাচ্ছে ইমামি ফুটবল ম‍্যানেজমেন্ট রাখতে চাইছেনা এই ব্রাজিলের ফরোয়ার্ড কে,কিন্তু কোচের জন্যে কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না।