HomeSports NewsEmami East Bengal: ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি এভাবেও অনুশীলন করছে ইস্টবেঙ্গল

Emami East Bengal: ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি এভাবেও অনুশীলন করছে ইস্টবেঙ্গল

- Advertisement -

দুই কোচ এখনও মাঠের বাইরে। প্রধান কোচ স্টিফেন কনস্টানটাইন এবং বিনো জর্জ দুজনেই করোনা আক্রান্ত বলে জানা গিয়েছিল। কোচের অনুপস্থিতিতেও জোর কদমে অনুশীলন চালাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)।

ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলনে আধুনিকতার ছোঁয়া। উন্নত ভেস্টের সাহায্যে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধির দিকে নজর রাখছেন সহকারী প্রশিক্ষকরা। সম্প্রতি ফুটবলারদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য লাগাতার অনুশীলন হয়েছে লাল হলুদ শিবিরে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে সিচ্যুয়েশনাল ট্রেনিং।

   

ফিটনেসের পাশাপাশি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় ফুটবলারদের। দ্রুত মুভমেন্টের সাহায্যে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা দেওয়ার পরিকল্পনা গড়ার অন্যতম ধাপ। এটার জন্য শারীরিক সক্ষমতা বা ফিটনেস ভালো মানের হওয়া প্রয়োজন। তাই ইস্টবেঙ্গল যে ধাপে ধাপে এগোতে চাইছে সে কথা বলা যেতে পারে।

অনুশীলনে আলাদা করে নজর কাড়ছেন বিদেশি ফুটবলাররা। বিশেষত জর্ডন ও দোহার্তি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্রর সঙ্গে তাঁর খোশমেজাজ ইতিমধ্যে ক্যামেরাবন্দি হয়েছে। দোহার্তি সহ বাকি ফুটবলাররা মাঠে নেমে কেমন খেলেন এখন সেটাই দেখার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular