Emami East Bengal: কাল করেছেন অনুশীলন, আজ এলেন না ভেক্টর

Former Barcelona Star Victor Vazquez

ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু হওয়ার আগে বোরহা হেরেরাকে লোনে এফসি গোয়া পাঠায় ইস্টবেঙ্গল (Emami East Bengal)। তার বদলে আরেক স্প্যানিশ তারকা ভেক্টর ভাসকুয়েজকে দলে আনে লাল-হলুদ ব্রিগেড। স্পেনের এই ফুটবল ক্লাব থেকেই নিজের ইয়ুথ ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে অনেকটা সময় কাটিয়েছিলেন সেই দলে।

Advertisements

পরবর্তীতে টরেন্টো এফসির মতো দলেও খেলতে দেখা গিয়েছে তাকে। সেখান থেকেই এবার এসেছেন কলকাতার অন্যতম প্রধানে। উল্লেখ্য, স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই নতুন করে সেজে উঠছে লাল-হলুদ ব্রিগেড। বিশেষ করে বিদেশি ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে কোচের।

ভারতে আসার পর সামান্য বিশ্রাম নিয়েই গতকাল থেকে অনুশীলনে নেমে পড়েন ভেক্টর ভাসকুয়েজ। তবে গতকাল সিনিয়র দলের ফুটবলারদের ছুটি দেওয়া হলেও কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে দলের জুনিয়র ফুটবলারদের অনুশীলনেই নিজের গা ঘামাতে দেখা যায় ভেক্টর ভাসকুয়েজকে। সব ঠিকঠাক থাকলে পরবর্তী ম্যাচ থেকেই হয়তো প্রথম একাদশে স্থান করে নেবেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল। সেটাই মনে করেছিল সকলে। তবে তার আগেই আজ ফের চিন্তা বাড়ালেন ছিল দাপুটে ফুটবলার।

Advertisements

আজ ইমামি ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনুশীলন ছিল। সেখানে অন্যান্য ফুটবলারদের দেখা গেলেও দেখা যায়নি বার্সেলোনার এই প্রাক্তন স্প্যানিশ ফুটবলারকে‌। হ্যাঁ ঠিকই শুনেছেন। কিন্তু কি কারনে তিনি আসেননি তা এখনও স্পষ্ট নয়। যারফলে কিছুটা হলেও চিন্তা থাকছে সমর্থকদের।