Valentine’s Day নিয়ে যা বলছেন আপনার প্রিয় ইনফ্লুয়েন্সার!

সামনেই সরস্বতী পুজো প্লাস Valentine’s Day। এরই মাঝে সবার সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন সকলের প্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রীতি। তাকে এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জিজ্ঞাসা…

Valentine Day

সামনেই সরস্বতী পুজো প্লাস Valentine’s Day। এরই মাঝে সবার সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন সকলের প্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রীতি।

তাকে এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় তার এবছরের প্ল্যান কী! তিনি জানিয়েছেন, “গত বছর আমি একটা বেশ কালারফুল শাড়ি পরেছিলাম। কিন্তু এ বছর আমি আমার নিজের ব্র্যান্ড ‘প্রীতি জেন’ থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি পরবো বলেই ভেবেছি। এছাড়াও এ বছরের ‘কালার অফ দ্য ইয়ার’ যেহেতু পিচ তাই আমি পিঙ্ক কালারের একটা শাড়ি এ বছর বেছে নিয়েছি।”

শাড়ি পরতে কতটা স্বাচ্ছন্দ বোধ করেন তিনি! এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, “খালি ভ্যালেন্টাইন্স ডে হলে হয়তো আমি ওয়েস্টার্ন ড্রেসকেই প্রাধান্য দিতাম। কিন্তু যেহেতু এ বছর ওইদিন সরস্বতী পুজো আর সেদিন আমরা নিজেদের ইচ্ছেমত শাড়ি থেকে সাজগোজ – সবকিছুই করতে পারি, তাই ওদিন রাতের জন্যও ক্লাসিক শাড়ি বেস্ট। আর জেন জি-র শাড়ি পরার মাথা ব্যথাকে সামাল দিতেই আমি আমার ব্র্যান্ড ‘প্রীতিজেন’ থেকে লঞ্চ করেছি বিভিন্ন রঙের প্রি-ড্রেপ শাড়ি। এই শাড়িগুলিতে প্রথম থেকেই কুঁচি করা থাকে, শুধু পরে সাইড থেকে চেন আটকে নিলেই আপনার শাড়ির লুক তৈরি।”

শাড়ির সাথে মানানসই গয়না কতটা উপযুক্ত মনে করেন প্রীতি! তার সংযোজন, “সাজের সাথে মানানসই অ্যাক্সেসরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। এখন ট্রেন্ডে ‘মিনিমাল’। আমরাও সবসময় অ্যাক্সেসরিজের ক্ষেত্রে মিনিমাল, একটু লাইট কিছুই খুঁজে থাকি। একটা স্টাড হোক বা ছোট পার্ল সেটাতেই কিন্তু আপনি হয়ে উঠতে পারেন অনন্যা। তাই আমি ক্যাডরিও-র সঙ্গে কোল্যাব করে আমার জুয়েলারি লাইনেও নিয়ে এসেছি বিভিন্ন ধরণের মিনিমাল জুয়েলারির অপশন। খুব তাড়াতাড়ি আগামী কয়েকদিনের মধ্যেই আমি আমার জুয়েলারি লাইনেও এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল জুয়েলারি কলেকশন লঞ্চ করতে চলেছি।”