সরাসরি ক্লাবের পক্ষ থেকেই দূর করা হল এলিয়ান্দ্র জল্পনা! সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টের পর এমনটাই মনে করা হচ্ছে। ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জোর গলায় বলা হয়েছে, ‘আমাদের এলিয়ান্দ্র (Eliandro) আছে।’
সম্প্রতি ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। ব্রাজিলিয়ান তারকার ছবি দিয়ে ক্যাপশনে লেখা, “Loki: I have an army/ Us: We have 𝗘𝗹𝗶𝗮𝗻𝗱𝗿𝗼!” অর্থাৎ, সেনার বিপরীতে লাল হলুদ শিবিরে রয়েছে এলিয়ান্দ্র।
মাঠে নামার আগে এই ব্রাজিলিয়ান ফুটবলারের শারীরিক গঠন আগেই চোখে পড়েছিল। পেশি বহুল শক্তপোক্ত শরীর। তবে ফিটনেসের সমস্যা রয়েছে বলে অনেকের অনুমান। কয়েকটি ম্যাচে নামলেও এখনও গোল পাননি। তাই তাঁকে নিয়ে জল্পনা রয়েছে। ইমামি ইস্টবেঙ্গল তাঁকে রিলিজ করে দিচ্ছে কি না, এই প্রশ্ন এখনও অনেকের মনে রয়েছে।
যদিও আগেই জানা গিয়েছিল, এলিয়ান্দ্রকে নিয়ে কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। তাঁর খেলা বা পারফরম্যান্স ক্লাব কর্তাদের নজরে থাকবে। কিন্তু এখনই হয়তো এলিয়ান্দ্রকে রিলিজ করা হবে না। কারণ সব তিনি কয়েকটা ম্যাচে খেলেছেন। নিজেকে প্রমাণ করতে আরও একটু সময় দরকার। তার ওপর রয়েছে চুক্তি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে রিলিজ করতে হলে ক্লাবকে গুনতে হবে পুরো বেতন।