Emami East Bengal : শীঘ্রই বৈঠকে বসতে পারেন কর্তারা

দ্রুত বৈঠকে বসতে পারেন কর্তারা। ইমামি ও ইস্টবেঙ্গলের (Emami East Bengal) ক্লাবের প্রতিনিধিদের নিয়ে গঠিত বোর্ড সদস্য আলোচনায় বসতে পারে। কথা হতে পারে বিদেশি বাছাই…

Officials from Emami and East Bengal Club shaking hands

short-samachar

দ্রুত বৈঠকে বসতে পারেন কর্তারা। ইমামি ও ইস্টবেঙ্গলের (Emami East Bengal) ক্লাবের প্রতিনিধিদের নিয়ে গঠিত বোর্ড সদস্য আলোচনায় বসতে পারে। কথা হতে পারে বিদেশি বাছাই প্রসঙ্গে।

   

আরও পড়ুন: East Bengal : দুরন্ত এই ইংরেজ ফরোয়ার্ডকে নিতে পারে ইস্টবেঙ্গল!

ভারতীয় ফুটবল বাছাইয়ের কাজ অনেকটা এগিয়ে রয়েছে। দুজন কোচ এসে গিয়েছেন। চলছে অনুশীলন। ভালো মানের দল গঠনের জন্য এবার দরকার ভালো মানের বিদেশি ফুটবলার।

আরও পড়ুন: Aibanbha Dohling আসছেন না ইস্টবেঙ্গলে

আগে জানা গিয়েছিল, বিদেশি নামের একটি তালিকা কর্তারা প্রস্তুত করে রেখেছেন। অনেকের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়ে থাকতে পারে। ময়দানের জল্পনায় একাধিক হাই প্রোফাইল বিদেশি ফুটবলারের নাম শোনা যাচ্ছে। যদিও সেগুলোর বেশিরভাগ জল্পনা, পোক্ত তথ্য হিসেবে গণ্য না-ও করা যেতে পারে।

আরও পড়ুন: East Bengal : ইস্টবেঙ্গলে জবি জাস্টিন না-ও আসতে পারেন

ট্রান্সফার ফি দিয়ে ইতিমধ্যে ফুটবলার নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। ভালো মানের বিদেশি আমার ক্ষেত্রেও ভালো খরচা রয়েছে। সেক্ষেত্রে বাজেট একটা বিষয়। আলোচনায় বিদেশি ফুটবলারদের পাশাপাশি বাজেট নিয়েও কর্তারা কথা বলতে পারেন বলে মনে করা হচ্ছে।