গোলকিপার সমস্যায় ভুগতে পারে ইস্টবেঙ্গল (East Bengal ) ক্লাব। এমন আশঙ্কার কথা সম্প্রতি দানা বাঁধছে। ক্লাব ম্যানেজমেন্টের চোখেও হয়তো বিষয়টি পড়েছে। তাই স্কোয়াডে আরও একজন পরীক্ষিত গোলরক্ষককে নিতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল।
ফুটবল মহলে গুঞ্জন, অ্যালবিনো গোমসকে দলে নিতে ইচ্ছুক ইমামি ইস্টবেঙ্গল। ২৮ বছর বয়সী এই গোলরক্ষক ইতিমধ্যে ভারতের একাধিক ক্লাবে সুনামের সঙ্গে খেলেছেন। ইন্ডিয়ান সুপার লিগেও পারফরম্যান্স বেশ ভালো। তাই দল তাঁকে সই করালে অবাক হওয়ার মতো বিষয় হবে না।
চলতি মরসুমে একাধিক টুর্নামেন্টে দল নামানোর কথা রয়েছে ইস্টবেঙ্গলের। সেক্ষেত্রে অ্যালবিনো ভালো পছন্দ হতে পারে। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আই লিগেও খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। আইজলের হয়ে খেলার সময় ২০১৬-১৭ মরসুমে জিতেছিলেন আই লিগ।
ক্রমে ভারতীয় ফুটবল আকাশে উত্থান হয়েছে তাঁর। ইস্টবেঙ্গল স্কোয়াডে অভিজ্ঞ গোলরক্ষক বলতে আপাতত রয়েছেন পবন কুমার এবং শুভাশীষ রায় চৌধুরী। তবে শুভাশীষকে কেন্দ্র করে আশঙ্কা রয়েছে। তাঁর ফিটনেস সমস্যা চিন্তার বিষয়। যদিও মেডিক্যাল পরীক্ষায় শেষ পর্যন্ত তিনি উত্তীর্ণ হয়েছেন বলে খবর। তাহলেও রিজার্ভ বেঞ্চ তৈরি রাখা প্রয়োজন। সেক্ষেত্রে অ্যালবিনো গোমস ক্লাবের অন্যতম পছন্দ হতেই পারেন।