ব্রাজিলের এক ফুটবলারকে নিয়ে জোর গুঞ্জন। তাঁকে নাকি দলে নিতে আগ্রহী ইমামি-ইস্টবেঙ্গল (East Bengal)। মাঝ মাঠে খেলা তৈরি করার পাশাপাশি রক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন এই ব্রাজিলিয়ান।
আরও পড়ুন: East Bengal: এই তারকা ফুটবলারকে দলে পেতে বিশেষ উদ্যোগ নিচ্ছে ইস্টবেঙ্গল
২০২০ সাল থেকে ভারতে রয়েছেন জোয়াও ভিক্টর। ২০২১-২২ মরসুমে হায়দরাবাদ ফুটবল ক্লাবের হয়ে জিতেছিলেন ইন্ডিয়ান সুপার লিগ খেতাব। এই জোয়াও ভিক্টরকে দলে নেওয়ার জন্য লাল হলুদ শিবির আগ্রহী বলে ফুটবল মহলের অনেকে মনে করছেন।
আরও পড়ুন: East Bengal Club : এক তারকা ফুটবলারকে ধরে রাখছে ইস্টবেঙ্গল
ভারতের পাশাপাশি উজবেকিস্তানেও সাফল্যের সঙ্গে খেলেছিলেন ভিক্টর। পরপর দু’বার জিতেছিলেন উজবেকিস্তান সুপার লিগ। একবার জিতেছিলেন উজবেকিস্তান কাপ। ২০১০ সালে কাপ ও লিগ দুটোই একসঙ্গে জিতেছিলেন। কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ক্লাব ম্যালোরকা। স্পেনের এই ক্লাবের হয়ে নব্বইয়ের কাছাকাছি ম্যাচ খেলেছিলেন। প্রথম মরসুমে একুশটি ম্যাচে ছিলেন ফার্স্ট ইলেভেনে।
আরও পড়ুন: Ritwik Das: বাঙালি মিডফিল্ডার ইস্টবেঙ্গল জার্সিতে
ইস্টবেঙ্গল আগ্রহী হলেও ভিক্টরকে তারা সই করাতে পারবে কি না সেটা একটা বিষয়। হায়দরাবাদের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছিলেন তিনি। এছাড়াও ইতিমধ্যে কিছু ফুটবলারকে ক্লাব রিলিজ করেছে। এরপর জোয়াওকে ক্লাব রিলিজ করতে চাইবে কি না সেটা দেখার।