East Bengal: কুয়াদ্রত ঈশ্বর প্রেরিত, বললেন ইমামি কর্তা

Carles Cuadrat East Bengal

ক্লেইটন সিলভার ম্যাচের পর ম্যাচ গোল করে যাওয়া এবং কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) কোচিং ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) ১২ বছরের জাতীয় ট্রফির খরা কাটিয়েছিল। আয়োজক ওড়িশা এফসিকে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জিতেছিল লাল হলুদ শিবির। ইস্টবেঙ্গলের স্কোয়াড উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেওয়ার সময় ক্লাবের প্রধান বিনিয়োগকারী ইমামি গ্রুপের পরিচালক আদিত্য বর্ধন আগরওয়াল প্রধান কোচ কুয়াদ্রতের প্রশংসা করতে দ্বিধা করেননি।

Transfer News: সাদিকুর সঙ্গে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারকে যুক্ত করল ক্লাব

   

“আমি প্রথম দিন থেকেই তাঁকে কুদরত বলে ডাকি। আমি জানি না কেন! কুদরত মানে ঈশ্বর এবং আমি বলব আমাদের জন্য, তিনি ঈশ্বর প্রেরিত”, বলেছেন আদিত্য আগরওয়াল। “আমি আশা করি তাঁর নেতৃত্বে দল আরও উন্নতি করবে এবং ম্যাচ জেতার একই মানসিকতা নিয়ে খেলবে।”

Greg Stewart: গ্রেগ মাঠে থাকলে সুবিধা হতে পারে ২ ফুটবলারের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাল হলুদ কোচ বলেছেন, “একটা বড় পার্থক্য হলো, গত মরসুমে দলটি দুটি ফাইনালে ওঠাটা ছিল বিস্ময়কর। আমি মনে করি, এই মরসুমে যদি আমরা কয়েকটি ফাইনালে পৌঁছাতে পারি, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।” গত মরসুমের মাঝামাঝি সময় থেকেই দলে বদল আনতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। চলতি ট্রান্সফার উইন্ডোতে একের পর এক তারকা সই করিয়ে চমক দিয়েছে দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন