আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৯ মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার (Sri Lanka) নৌবাহিনী। তামিনাড়ুর রামেশ্বরম থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। সমুদ্র থেকেই আটক (Sri Lanka) করা হয়েছে তাঁদের। আটক জেলেদের ২টি বোটও বাজেয়াপ্ত করা হয়েছে। জেলেরা ৫৩৫টি নৌকায় করে মান্নার উপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন।
রামেশ্বরম ফিশার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সোমবার তামিলনাড়ুর রামেশ্বরম থেকে ৯ মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। শ্রীলঙ্কার নৌবাহিনী সীমান্তের ওপারে মাছ ধরার সময় দুটি পাওয়ার বোট বাজেয়াপ্ত করেছে।
মৎস্যজীবী সমিতি সূত্রে জানা গিয়েছে, সোমবার ৫৩৫টি নৌকা মাছ ধরতে সাগরে যায়। মান্নার উপসাগরের থালাইমান্নারের কাছে মাছ ধরার সময় নৌবাহিনী জেলেদের আটক করে। শ্রীলঙ্কার নৌসেনার হাতে ধৃত মৎস্যজীবীদের মুক্তির জন্য ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে মৎস্যজীবীদের পরিবার।
১৯ জুলাই রামেশ্বরমের জেলেরা এবং পম্পন অল ফিশার্স ফেডারেশন এই শ্রীলঙ্কার নৌবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করে। তাঁদের অভিযোগ, উপযুক্ত কারণ ছাড়াই প্রায় প্রতিদিনই শ্রীলঙ্কার নৌবাহিনী তাঁদের গ্রেফতার করে হেনস্থা করে। চলতি বছর গ্রেফতার হওয়া ৭৪ জন জেলেকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান তাঁরা।
বিক্ষোভকারীরা নৌবাহিনীর বাজেয়াপ্ত ১৭০টি স্টিমবোট ও কান্ট্রি বোট তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে শ্রীলঙ্কার নৌবাহিনী তামিলনাড়ুর মৎস্যজীবীদের মোট ১৭০টি স্টিমবোট এবং কান্ট্রি বোট বাজেয়াপ্ত করেছে।
ফেরত দিতে হবে না মাইনে? হাইকোর্টে শিক্ষকদের জয়ে মুখ পুড়লো শিক্ষা দফতরের!