এলিয়ান্দ্রর ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা বাড়ালেন কোলাদো!

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্রকে (Eliandro) কেন্দ্র করে জল্পনা অব্যাহত। ইমামি ইস্টবেঙ্গল তাঁকে রিলিজ করে দিচ্ছে কি না, এই প্রশ্ন এখনও অনেকের মনে রয়েছে। এরই মধ্যে হাইমে…

East Bengal fans on colado and eliandro

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্রকে (Eliandro) কেন্দ্র করে জল্পনা অব্যাহত। ইমামি ইস্টবেঙ্গল তাঁকে রিলিজ করে দিচ্ছে কি না, এই প্রশ্ন এখনও অনেকের মনে রয়েছে। এরই মধ্যে হাইমে স্যান্টোস কোলাদোর সোশ্যাল মিডিয়া পোস্ট জল্পনা আরও বাড়িয়েছে।

হাইমে স্যান্টোস কোলাদো ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার। লাল হলুদ জার্সি পরে খেলেছিলেন দুটি মরসুমে। ২০১৮-২০ মরসুমে লাল হলুদ জার্সি পরে খেলেছিলেন প্রায় তিরিশটি ম্যাচ। বেশ কিছু গোলও করেছিলেন। সম্প্রতি তিনি ইস্টবেঙ্গল ক্লাবের থাকার সময়কার একটি ছবি নিজের ওয়ালে শেয়ার করেছেন।

এলিয়ান্দ্র জল্পনা এবং কোলাদোর পোস্টকে মিলিয়ে অনেকে দুইয়ে দুইয়ে চার করছেন। সোশ্যাল মিডিয়ায় ক্লাব সমর্থকদের কারও কারও প্রশ্ন, কোলাদো কি তবে এলিয়ান্দ্রর পরিবর্তে আসতে চলেছেন?

Advertisements

আধুনিক ফুটবলে বহু খেলোয়াড় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় থাকেন। বিভিন্ন বিষয়ে পোস্ট করে থাকেন। বর্তমান কিংবা প্রাক্তন ক্লাবের সময়কার ছবি পোস্ট করার বিষয়টিও নতুন নয়। তাই কোলাদোর ইস্টবেঙ্গলের সময়কার ছবি পোস্ট করা যে বেশ ইঙ্গিতবাহী এমনটা ফুটবল মহলের অনেকেই মানতে নারাজ।

এদিকে আগেই জানা গিয়েছে, এলিয়ান্দ্রকে নিয়ে কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। তাঁর খেলা বা পারফরম্যান্স ক্লাব কর্তাদের নজরে থাকবে। কিন্তু এখনই হয়তো এলিয়ান্দ্রকে রিলিজ করা হবে না। কারণ সব তিনি কয়েকটা ম্যাচে খেলেছেন। নিজেকে প্রমাণ করতে আরও একটু সময় দরকার। তার ওপর রয়েছে চুক্তি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে রিলিজ করতে হলে ক্লাবকে গুনতে হবে পুরো বেতন।