Emami East Bengal: ডার্বির আগে আরও একজনকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল

ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) স্কোয়াডে নিশ্চিত হলেন আরও এক ফুটবলার। ডার্বির আগে নিজেদের আরও একটু গুছিয়ে নিই লাল হলুদ শিবির। তরুণ এই ফুটবলারটি অত্যন্ত…

akhay_dey

ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) স্কোয়াডে নিশ্চিত হলেন আরও এক ফুটবলার। ডার্বির আগে নিজেদের আরও একটু গুছিয়ে নিই লাল হলুদ শিবির। তরুণ এই ফুটবলারটি অত্যন্ত সম্ভাবনাময় বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Emami East Bengal : মহিতোষদের কেন ফেরানো হল সিনিয়র টিম থেকে? জানুন সত্যিটা

বৃহস্পতিবার সকালের খবর, অক্ষয় দে নামের এক ফুটবলারকে নিশ্চিত করেছে ইমামি ইস্টবেঙ্গল। বয়স মাত্র ১৯। খেলেন মাঝমাঠে। পেশাদার ফুটবলার হিসেবে নবাগত বলা চলে।

আরও পড়ুন: Kolkata Derby: ডার্বির চিন্তা মাথায় নেই লাল-হলুদ কোচের

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, মাঝমাঠের ফুটবলার হলেও ইতিমধ্যে বেশ কিছু গোল রয়েছে তাঁর নামের পাশে। যুব খেলোয়াড় হিসেবে রেকর্ড মোটের ওপর ভালো। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অক্ষয় এখনও পর্যন্ত ৩১ টি ম্যাচ খেলেছেন। করেছেন ৬ টি গোল। দেখেছেন ৫ টি কার্ড।

Advertisements

আরও পড়ুন: Jordan O’Doherty: ইস্টবেঙ্গলকে চাপে ফেলতে পারে জর্ডনের দুর্বলতা

কোচ স্টিফেন কনস্টানটাইন তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করতে দক্ষ। ইস্টবেঙ্গলের এবারের স্কোয়াডে প্রচুর উঠতি খেলোয়াড় রয়েছেন। স্টিফেন ফুটবল দর্শন ইতিমধ্যে দলে প্রতিফলিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। রাজস্থান ইউনাইটেড ম্যাচের পরেই ডার্বি। যদিও সেটা নিয়ে এখন থেকে ভাবতে তিনি নারাজ। ধাপে ধাপে এগোতে চান অভিজ্ঞ কোচ।