শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের আবাসন এবং অফিসে হানা দেয় সিবিআই। রাতভর জিজ্ঞাসাবাদ চলে। বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে সুবীরেশ ভট্টাচার্যকে দেখে প্রশ্ন, তিনি সিবিআইয়ের ডাকে কলকাতায় হাজিরা দেবেন?
শিলিগুড়িতে প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়রাম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে হানা দেয় সিবিআই। ১০ জনের একটি দল দুই ভাগে ভাগ হয়ে তল্লাশি অভিযান চালায়। সকাল থেকে উপাচার্যের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। আরও একটি দল সুবীরেশ ভট্টাচার্যের অফিসে অভিযান চালিয়েছে বলে জানা গেছে। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সম্পর্কে রিপোর্ট জমা দেয় বিচারপতি আর কে বাগ কমিটি।
রিপোর্টে বলা হয়েছিল, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। এর মধ্যে ২২২ জন পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সেখানে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের নাম ছিল। কারণ ২০১৪ থেকে ২০১৮ অবধি স্কুল সার্ভিস কমিশনের চেয়রাম্যান পদে ছিলেনব তিনি।পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিতি রয়েছে তাঁর। তাই তাঁর বাড়িতে সিবিআই হানা দিতেই জল্পনা শুরু হ্যেছিল। এখন আবার তাঁর কলকাতার আসার কারণ নিয়েও শুরু হয়েছে জল্পনা।
এমনিতেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে রয়েছেন। একইসঙ্গে প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাদের গ্রেফতার করেছে সিবিআই। বুধবার গ্রেফতার করা হয়েছে প্রদীপ সিং নামে এক মিডলম্যানকে। আগামী দিনে নিয়োগ দুর্নীতি মামলাতে রাজ্যজুড়ে ইডি ও সিবিআইয়ের জোড়া অভিযান শুরু হবে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।