Sujata Kar: অবশেষে মিলল সমাধান, লাল-হলুদ কোচের দায়িত্বে থাকছেন সুজাতা

Sujata Kar, Coach of Emami East Bengal Club

স্বস্তির আমেজ ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal Club) শিবিরে। পদত্যাগের ভাবনা দূরে এসে লাল-হলুদ কোচের দায়িত্বে থাকার সিদ্ধান্ত নিলেন সুজাতা কর (Sujata Kar)। যারফলে, তার নেতৃত্বেই আগামী ২৬ তারিখ থেকে জাতীয় মহিলা লিগ খেলবে ইস্টবেঙ্গল ক্লাব। যেখানে প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে গোকুলাম কেরালা এফসির বিপক্ষে। এবার এই কোচের হাত ধরেই টুর্নামেন্টে ভালো ফল করার ভাবনা মহিলা দলের।

তবে গত বৃহষ্পতিবার পর্যন্ত একেবারেই অন্যরকম ছিল গোটা পরিস্থিতি। শোনা গিয়েছিল বুধবার রাতেই নাকি পদত্যাগ পত্র ইস্টবেঙ্গল ক্লাবে পাঠিয়ে দিয়েছিলেন ময়দানের এই জনপ্রিয় কোচ। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল এই কোচ কে? সেই নিয়ে বিস্তারিত ভাবে কোনো কিছু জানানো না হলেও মনে করা হচ্ছিল মান অভিমানের জেরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন সুজাতা। তবে সেইসময় ক্লাবের তরফ থেকে তা গ্রহণ করা হয়নি। তার বদলে কোচের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাব কর্তারা। অবশেষে সেখান থেকেই এলো সমাধান।

   

যারফলে, ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দলের দায়িত্বে থেকে গেলেন সুজাতা কর। মাসকয়েক আগে এই কোচের হাত ধরেই অপরাজিত ভাবে কন্যাশ্রী কাপ জিতেছিল সুরঞ্জনা রা। এবার তাকে সামনে রেখেই দাপটের সাথে লিগ খেলতে চায় সকলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন