Nadia: সিবিআই জেরা শেষে বিধায়কের দাবি তৃ়ণমূল-বিজেপির চক্রান্ত

সিবিআই জেরায় কাঁদলেন TMC বিধায়ক তাপস সাহা। দলের একাংশের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ করলেন। তবে তাকে টানা জেরার পর ভোরে সিবিআই (CBI) চলে যায়। এর পরেই…

TMC MLA Tapas Saha

সিবিআই জেরায় কাঁদলেন TMC বিধায়ক তাপস সাহা। দলের একাংশের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ করলেন। তবে তাকে টানা জেরার পর ভোরে সিবিআই (CBI) চলে যায়। এর পরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তেহট্টের তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতির তদন্তে নদিয়ায় (Nadia) তার বাড়িতে সিবিআই অভিযান চলে।

নিয়োগ দুর্নীতিতে জড়িত বিধায়ক।তবে বিধায়ক তাপস সাহা নিজেকে আগেই ক্লিনচিট দিয়ে়ছেন। তবে তিনি এও বলেন সিবিআইকে সব সত্যি বলে দেব। ইঙ্গিতে এবি নামে দলেরই শীর্ষ নেতার বিরুগ্ধে সরব হন।

সিবিআই জেরা শেষে  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা  বলেন, দলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি৷ এর জন্য আফসোস হয়৷ এমনকি দলেরই বেশ কিছু নেতাদের চক্রান্তের কারণে তাঁকে আজ এই ঘটনার শিকার হতে হয়েছে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত জানালেন, একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করেননি৷

অন্যদিকে, তাপস সাহা স্পষ্ট করলেন দলনেত্রী আশীর্বাদের হাত তাঁর মাথার ওপর রয়েছে৷ সেকারণেই তিনি ভরসা পাচ্ছেন৷ তবে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন৷ বরং তিনি নিজে প্রতারিত হয়েছেন। এমনটাই জানিয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক৷

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর পরেই শুক্রবার তাপস সাহার বাড়িতে উপস্থিত সিবিআইইয়ের বিরাট দল। তেহট্টের বিধায়কের বাড়িতে সিবিআইয়ের হানা ঘিরে তোলপাড় হয় রাজ্য।

তবে বিধায়কের মোবাইল আপাতত সিবিআই হাতে। সেই মোবাইল ফরেন্সিক তদন্ত হবে। সিবিআই চলে যেতেই বিধায়কের দাবি, দলেরই একাংশ চক্রান্ত করেছে। বিজেপিও এই চক্রান্তে জড়িত।