অবশেষে কলকাতা ফুটবল লিগে (Calcutta League) প্রথম জয় ছিনিয়ে নিল ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড (Emami East Bengal)। নির্ধারিত সময়ের শেষে ওয়েস্টবেঙ্গল পুলিশ কে ৪-২ গোলে হারাল বিনো জর্জের ছেলেরা। দলের হয়ে গোল করেন যথাক্রমে বুনন্দ, সার্থক, দীপ ও অভিষেক। পাশাপাশি প্রতিপক্ষের হয়ে গোল করেন যথাক্রমে সুব্রত ও রাজীব। টুর্নামেন্টের প্রথম ম্যাচে রেনবো এফসির কাছে আটকে গিয়েছিল ময়দানের এই প্রধান। গোলশূন্যভাবে শেষ হয়েছিল সেই ম্যাচ। তবে এবার তিন পয়েন্ট ঘরে তুলেই মাঠ ছাড়ল ছেলেরা।
উল্লেখ্য, গত ম্যাচে গোলের সহজ সুযোগ হাতছাড়া করার ফলে গোলশূন্যভাবে শেষ হয়েছিল ম্যাচ। যারফলে , আজ জেতার বাড়তি চাহিদা দেখা দিয়েছিল দলের অন্দরে। তাই ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক থেকেছে লাল-হলুদ ফুটবলাররা। ম্যাচের প্রথমের দিকে সেমসাইড গোল হওয়ার দরুন ১-০ ব্যবধানে তখনই এগিয়ে যায় দল।
তারপর সার্থক গোলুই পেনাল্টি থেকে গোল করার চেষ্টা করেন, কিন্তু তা বাঁচিয়ে দেন পুলিশ দলের গোলরক্ষক। তবে ফিরতি বলেই শট করে গোল তুলে নেন এই ফুটবল তারকা। ব্যবধানে বেড়ে গিয়ে হয় ২-০ গোল। তারপর প্রথমার্ধের শেষেরদিকে পেনাল্টি পায় ওয়েস্টবেঙ্গল পুলিশ দল। সেখান থেকে গোল করেন সুব্রত। যার ফলে প্রথমার্ধের শেষে ম্যাচের ফলাফল হয় ২-১ গোল।
FT: East Bengal 4 ➖ 2 WB Police
⚽ Tapendu (OG)
⚽ Sarthak Golui
⚽ Dip Saha
⚽ Avishek Kunjam #JoyEastBengal #CFL #TorchBearers pic.twitter.com/cqFGV7gYCF— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) July 17, 2023
তবে দ্বিতীয়ার্ধ থেকে ফের তেড়েফুড়ে উঠতে থাকে ইস্টবেঙ্গল। তবে সুযোগ বুঝে পুলিশ দলের হয়ে গোল করে দলকে সমতায় ফেরান রাজিব বিশ্বাস। তারপর থেকে আক্রমণের তেজ আরও বাড়াতে থাকে ইস্টবেঙ্গল ব্রিগেড। কুশ একাধিকবার গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ থাকেন। নাহলে অনেক আগেই ব্যবধান বাড়িয়ে নিত ইস্টবেঙ্গল।
শেষ পর্যন্ত ম্যাচের ঠিক ৭০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন দীপ সাহা। যারফলে, ৩-২ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ঠিক তার ৪ মিনিট পর দলের হয়ে চতুর্থ গোল করেন অভিষেক। নির্ধারিত সময়ের শেষে ৪-২ ব্যবধান রেখেই ম্যাচ জিতে নেয় মশাল ব্রিগেড।