Emami-East Bengal: নরমে-গরমে শুরু হলেও দীর্ঘ হতে পারে ক্লাব-কোম্পানির সম্পর্ক

কোয়েস কিংবা শ্রী সিমেন্টের মতো একই ঘটনা এবার আর না-ও ঘটতে পারে। ইমামি গোষ্ঠীর সঙ্গে লম্বা পথচলার ব্যাপারে অগ্রসর হতে পারেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা।…

East Bengal

কোয়েস কিংবা শ্রী সিমেন্টের মতো একই ঘটনা এবার আর না-ও ঘটতে পারে। ইমামি গোষ্ঠীর সঙ্গে লম্বা পথচলার ব্যাপারে অগ্রসর হতে পারেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। ইমামিও চাইছে ক্লাবের সঙ্গে তাদের সম্পর্ক অনেক দিন টিকে থাকুক।

আরও পড়ুন: সই না হলে East Bengal-এ থাকছেন না আরও এক বিদেশী

বুধবার দুই পক্ষের তরফে যৌথভাবে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, দুই পক্ষ নিজের দাবিদাওয়া নিয়ে কথা বলেছে। বেশিরভাগ বিষয়েই এক মত হওয়া গিয়েছে বলে খবর। দুই পক্ষের মিলিত কথা মতো এবার নতুন একটা কাগজ তৈরি করা হবে। আইনজ্ঞরা বিষয়টি দেখছেন। দুই তরফের বোঝাপড়ার মধ্যে দিয়ে তৈরি হওয়া সেই নতুন কাগজটিতে সিলমোহর পড়লেই আপাতত স্বস্তির নিশ্বাস ফেলতে পারবেন ইস্টবেঙ্গল সমর্থকরা। একবার সই হয়ে গেলে দল গঠন সম্পর্কিত সমস্যাও দ্রুত মিটে যেতে পারে।

আরও পড়ুন: East Bengal : আরও দেরি করলে রহমানও ধরতে পারে অন্য সুর

গতকালের বৈঠকের আগে পর্যন্তও ক্লাব এবং কোম্পানির মধ্যেকার সম্পর্ক নরমে-গরমে চলছিল বলে জানা গিয়েছিল। টুকরো টুকরো পাওয়া খবর উঠে এসেছিল সংবাদ মাধ্যম কিংবা গণমাধ্যমে। লাল হলুদ কর্তারা খসড়া চুক্তি নিয়ে লেখাপড়া করতে বেশি সময় নিচ্ছেন, এমনটা ঘুরিয়ে বুঝিয়েছিলেন ইমামি গোষ্ঠীর কর্তা। আবার ক্লাব কর্তা বলেছিলেন যে, দোষটা ওদেরও না।

আরও পড়ুন: East Bengal Emami: রথযাত্রার শুরু হতে পারে ইস্টবেঙ্গল-ইমামির যাত্রা

ঘটনা ক্রম যাই হোক না কেন, দুই তরফই দেখে পা ফেলতে চাইছে। আগের দুই লগ্নিকারী সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না। অন্য দিকে ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে নিশ্চই খোঁজ-খবর নিয়েছেন ইমামি গ্রুপের আধিকারিকরা। দুই তরফই সজাগ, সতর্ক। নেতিবাচক দিক সরিয়ে রেখে দীর্ঘ পথ চলার ব্যাপারে করা হচ্ছে ফোকাস।