Maharashtra Crisis: গোয়াতে ঘাঁটি বিদ্রোহী শিব সেনা বিধায়কদের, সরকার গঠনের ব্যস্ততা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেও রাজ্যপালের অনুরোধে কার্যকরী সরকার পরিচালনা করছেন উদ্ভব ঠাকরে। তিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী।ঠাকরের ইস্তফার পরেই সরকার গঠনের জন্য তৎপরতা (Maharashtra Crisis)…

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেও রাজ্যপালের অনুরোধে কার্যকরী সরকার পরিচালনা করছেন উদ্ভব ঠাকরে। তিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী।ঠাকরের ইস্তফার পরেই সরকার গঠনের জন্য তৎপরতা (Maharashtra Crisis) বাড়িয়েছে শিবসেনার বিক্ষুব্ধ শিবির। অসম থেকে বেরিয়ে এখনও তারা মহারাষ্ট্রে ঢোকেননি। গোয়াতে ঘাঁটি গেড়ে নতুন সরকার গঠনের পরিকল্পনা করছেন বিধায়করা।

বিদ্রোহী শিব সেনা বিধায়কদের দাবি, সরকার গঠনের জন্য ১৭০ বিধায়কের সমর্থন রয়েছে বিধায়কদের কাছে। সূত্রের খবর, গোয়ায় বিক্ষুব্ধ শিবিরের বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরেই রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করবেন তিনি।

   

গোয়া থেকে মুম্বই একাই আসছেন একনাথ শিন্ডে। এদিন একাধিক বৈঠক রয়েছে তাঁর। তবে কার সঙ্গে বৈঠক তা এখনও জানা যায়নি। একাধিক বৈঠকের পরেই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি। ট্যুইটে একনাথ শিন্ডে জানিয়েছেন, মন্ত্রীপদ নিয়ে এখনও বিজেপির সঙ্গে কোনও আলোচনা হয়নি। কিন্তু শীঘ্রই সেই আলোচনা হবে। ততক্ষণ অবধি গুজবে কান দেবেন না।

প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সাক্ষাতের পর শিবসেনার একনাথ শিবিরের সঙ্গে বিজেপির জোট একেবারে নিশ্চিত। ফের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী পদের জন্য একনাথ শিন্ডেকে বেছে নেওয়া হতে পারে।