Emami East Bengal: চার-পাঁচটা দল গড়তে পারে ইস্টবেঙ্গল

Emami East Bengal

দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইমামিকে (Emami) সঙ্গে নিয়ে আগামী দিনের কথা ভাবা শুরু হয়ে গিয়েছে ক্লাবে। সিনিয়র দলের পাশাপাশি গড়া হতে পারে একাধিক দল।

বিগত কয়েক মরসুম ইস্টবেঙ্গলের সময় খুব একটা ভালো যায়নি। কোনো ক্রমে তৈরি হয়েছিল সিনিয়র দল। জুনিয়র দলের কথা ওই পরিস্থিতিতে খুব বড় লাল হলুদ সমর্থকও বোধহয় ভাবতে পারেননি। কোয়েস কিংবা শ্রী সিমেন্টের তুলনায় ইমামি জমানা অনেকটা আলাদা হতে পারে বলে আশা করা হচ্ছে। সংস্থার পক্ষ থেকেও বারংবার ইতিবাচক কথা শোনানো হয়েছে।

   

ক্লাব ও কোম্পানির যৌথ উদ্যোগে গঠিত হয়েছে নতুন কোম্পানি, ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তার বোর্ড মিটিং হয়েছে সম্প্রতি। আলোচনায় একাধিক বিষয় উঠে এসেছিল। যার মধ্যে যুব ফুটবল দল অন্যতম বলে খবর। আগামী দিনে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বয়স ভিত্তিক বিভিন্ন দল গড়ার ব্যাপারে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ছেলেদের ফুটবল দলের পাশাপাশি মহিলা ফুটবল নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে। লাল হলুদ মহিলা দল গড়া হলে সে ব্যাপারেও রয়েছে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। দল তৃণমূল স্তরে আশানুরূপ কিছু করে দেখালে জাতীয় স্তরে খেলার সুযোগ তৈরি হতে পারে। আলোচনার টেবিল থেকে বাস্তবের মাঠে সম্ভাবনা রূপায়ণ হওয়ার রাস্তা অনেকটা লম্বা। তবে অসম্ভব নয়। আশায় বুক বাঁধতে পারেন লাল হলুদ সমর্থকরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন