Edu Bedia: ভারতীয় ক্লাবের হয়েই খেলছেন এদু বেদিয়া

টানা সপ্তম মরসুমের জন্য এদু বেদিয়া (Edu Bedia) ভারতে ফিরতে চলেছেন তবে এবার তাকে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেলতে দেখা যাবে না মনে করা হচ্ছে।

Edu Bedia is in the FC Goa

টানা সপ্তম মরসুমের জন্য এদু বেদিয়া (Edu Bedia) ভারতে ফিরতে চলেছেন তবে এবার তাকে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেলতে দেখা যাবে না মনে করা হচ্ছে। এফসি গোয়ার হয়ে ছয় মরসুম কাটানো স্প্যানিশ মিডফিল্ডার গোকুলাম কেরালা এফসিতে যোগ দিয়েছেন বলে ইতিমধ্যে খবরে প্রকাশিত হয়েছে।

সূত্র উদ্ধৃত করে সর্বভারতীয় দৈনিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, এক বছরের জন্য আই লীগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে যোগ দিতে চলেছে। দুই পক্ষের মধ্যে ইতিমধ্যে সব কিছু চূড়ান্ত হয়েছে বলেও জানা গিয়েছে। ভারতীয় ফুটবলের সেরা লীগে খেলার ব্যাপার আত্মবিশ্বাসী ছিলেন বেদিয়া। কিন্তু যে কোনো কারণেই হোক সেটা সম্ভব হয়নি। ইন্ডিয়ান সুপার লীগের খেলা যখন অনিশ্চিত, তখন কেরালার আই লীগ খেলা দলটির প্রস্তাবে সম্মত হয়েছে স্প্যানিশ মিডফিল্ডার।

সুযোগ বুঝে ক্লাবের পক্ষ থেকেও দেওয়া হয়েছিল অফার। এদুর আগে স্পেনের দুই ফুটবলারকে আগেই নিশ্চিত করেছে ক্লাব। আলেহান্দ্রো স্যান্সেজ এবং নিলি পেদর্ম মাঠে নামবেন গোকুলাম কেরালা এফসির হয়ে। একাধিকবার আই লীগ জেতার নজির রয়েছে গোকুলাম কেরালা এফসির। নতুন নিয়ম অনুযায়ী আই লীগ জয়ী দল সুযোগ পাবে ইন্ডিয়ান সুপার লীগে, যেটা এখন ভারতের সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট।

Advertisements

এবার ইন্ডিয়ান সুপার লীগে সুযোগ পাচ্ছে পাঞ্জাব এফসি। আগের যাদের নাম ছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। আই লীগ জেতার চ্যালেঞ্জ নিয়েছে গোকুলাম, সেই সঙ্গে এফসি গোয়ার হয়ে খেলা অন্যতম সেরা ফুটবলার এদু বেদিয়া।