Mohammedan SC: মহামেডানকে বিদায় জানানোর পথে ‘গোলমেশিন’

Advertisements মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) আই লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন এদি হার্নান্দেজ (Eddie Hernández)। সেই তিনিই বিদায় জানাতে চলেছেন সাদা কালো শিবিরকে। এদির…

Eddie Hernández to leave Mohammedan SC

Advertisements

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) আই লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন এদি হার্নান্দেজ (Eddie Hernández)। সেই তিনিই বিদায় জানাতে চলেছেন সাদা কালো শিবিরকে। এদির সঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাবের সম্পর্ক ছিন্ন হতে পারে এই আভাস আগেও পাওয়া গিয়েছিল।

Advertisements

৩৩ বছর বয়সী এদি হার্নান্দেজ মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে হয়ে করেছিলেন প্রচুর গোল। আই লিগ খেতাব জয়ের দিকে দলকে চালিত করেছিলেন। সাদা কালো শিবিরের পক্ষে হয়ে উঠেছিলেন গোলমেশিন। আই লিগ ২০২৩-২৪ মরসুমে ১৩ গোল করেছিলেন তিনি। এই টুর্নামেন্টে ক্লাবের হয়ে করেছিলেন সবথেকে বেশি গোল। আই লিগের এই সিজনে সবথেকে বেশি গোল করার দিক থেকে ছিলেন পঞ্চম স্থানে।

Robbie Fowler: রবি ফাউলারের এক ফোনে হয়েছিল দল বদল!

আসন্ন মরসুমে তুলনামূলক কম বয়সী ফুটবলারদের দলে নেওয়ার ব্যাপারে জোর দিতে পারে মহামেডান স্পোর্টিং ক্লাব। এদির বয়স ৩৩। আই লিগ ও ইন্ডিয়ান সুপার লীগের মধ্যে পার্থক্য অনেকটা। আই লিগে ভাল খেলা ফুটবলাররা আইএসএল-এও সমানভাবে খেলতে পারবেন এমনটা জোর দিয়ে বলা মুশকিল।

জল্পনা অনুযায়ী, নিজের দেশে ফায়ার যাচ্ছেন এদি হার্নান্দেজ। এদি হন্ডুরাসের ফুটবলার। আগামী দিনে যোগ দিতে পারেন সে দেশের ওলাঞ্চো ফুটবল ক্লাবে (Olancho FC)। হন্ডুরাসের ফুটবল লিগে ওলাঞ্চোর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। ২০২৩-২৪ মরসুমে কর্ম তালিকার চতুর্থ স্থানে ছিল ক্লাব। ১৮ ম্যাচে পেয়েছিল ২৯ পয়েন্ট।

 

Mohun Bagan: থাকছেন না বিদায়? সাদিকুকে নিয়ে ভিডিও পোস্ট করল মোহনবাগান

প্রথম তিন ক্লাবের তুলনায় দলটির করা গোল সংখ্যা ছিল অনেকটাই কম। প্রথম তিন দল তিরিশের বেশি গোল করেছিলেন। ওলাঞ্চো করেছিল মাত্র আঠারো গোল। এই পরিস্থিতিতে ফর্মে থাকা এদি হার্নান্দেজ দলের জন্য হতে পারেন ভাল সংযোজন।