HomeEntertainmentSalman Khan Night: এই বলি অভিনেতার জন্য কী কী উপহার রাখছে ইস্টবেঙ্গল

Salman Khan Night: এই বলি অভিনেতার জন্য কী কী উপহার রাখছে ইস্টবেঙ্গল

- Advertisement -

বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ ইস্টবেঙ্গল (East Bengal) আয়োজিত হতে চলেছে সলমন খান নাইট (Salman Khan Night)। যা নিয়ে রীতিমতো উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে গোটা শহর জুড়ে। পূর্বে লাল-হলুদের শতবার্ষিকী উপলক্ষে এই অভিনেতা কে আনার পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা সম্ভব হয়ে ওঠেনি।

তবে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে গোটা পরিস্থিতি। সেজন্য আজ বিকেলেই ক্লাব তাঁবুতে আয়োজিত হতে চলেছে “দাবাং, দ্য ট্যুর রিলোড”। যার দায়িত্বে রয়েছে জনপ্রিয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা হোয়াটস ইন দ্য নেম। এক কথায় বললে, ইস্টবেঙ্গল ক্লাব ও এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে গোটা অনুষ্ঠান।

Advertisements

সেই অনুষ্ঠানে বলিউডের ভাইজান কে বরন করে নিতে অভিনব পরিকল্পনা নিয়েছে ক্লাব শিবির। প্রথমে লাল-হলুদ উত্তরীয় পড়িয়ে বরন করে নেওয়া হবে এই তারকা কে। তারপর ক্লাবের ঐতিহ্যবাহী কয়েন উপহার হিসেবে তুলে দেওয়া হবে সলমন খানের হাতে। তবে সেখানেই শেষ নয়। ক্লাবের লাইফ টাইম মেম্বারশিপের পাশাপাশি তার পছন্দের ২৭ নম্বর জার্সি ও উপহার দেওয়া হবে ভাইজান কে। তারপর দলের বেশকিছু ফুটবলের উপর সই করবেন তিনি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর সন্ধ্যা ৬ টা থেকে শুরু হয়ে যাবে অনুষ্ঠান।

সেইমতো গতকাল রাতেই নাকি কলকাতায় এসে পৌঁছেছেন সলমন খান। এছাড়াও তার আগেই শহরে এসে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনাক্ষী সিনহা, কামাল খান, প্রভু দেবা ও আয়ুষ শর্মা সহ একাধিক তারকারা। যাদের দেখার অপেক্ষায় গোটা শহরবাসী।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ