নতুন বছরেও একেবারে অনবদ্য ছন্দে রয়েছে ইস্টবেঙ্গলের জুনিয়র দল। উল্লেখ্য, গত বছর শেষের দিক থেকেই অনূর্ধ্ব ১৭ যুবলীগে (U-17 Youth League) অনবদ্য ভালো পারফরম্যান্স করে আসছিল কলকাতা ময়দানের এই প্রধান। প্রথম ম্যাচেই অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মহামেডান স্পোর্টিংকে পরাজিত করেছিল ইস্টবেঙ্গলের ছোটরা।
বলতে গেলে ডারবিশিতেই টুর্নামেন্ট শুরু করেছিল দল। তবে সেখানেই থেমে থাকেনি। তৃতীয় ম্যাচে পড়শী ক্লাব মোহনবাগানের বিপক্ষে বিরাট বড় ব্যবধানে জয়। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সেই ধারাই বজায় থাকল এবার। নিজেদের ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে জয় তুলে নিল মশাল ব্রিগেড।
সম্পূর্ণ সময় শেষে খেলার ফলাফল থেকেছে ৩-২ গোল। ইস্টবেঙ্গলের জার্সিতে জোড় গোল পেয়েছেন দেবজিত রায়। এবং একটি মাত্র গোল পেয়েছেন মহম্মদ আফজল। প্রতিপক্ষ দলের হয়ে দুটি গোল করেছিলেন দেবাশীষ হালদার ও আকাশ সর্দার। উল্লেখ্য ম্যাচের প্রথমার্ধে গোলের দরুন ইউনাইটেড স্পোর্টস এগিয়ে থাকলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি তাদের পক্ষে। দ্বিতীয়ার্ধেই দুইটি গোল শোধ করে দিয়ে জয় সূচক গোল তুলে আনে ইস্টবেঙ্গল। যা দেখে খুশি দলের সমর্থকরা। বলাবাহুল্য,ম্যাচের প্রথমার্ধটা একেবারেই ভালো ছিল না লাল হলুদের।
FT| What a comeback, boys! 🔥❤️💛#U17YL #JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/AEYZfMwFV6
— East Bengal FC (@eastbengal_fc) January 6, 2024
প্রথমদিকে ইউনাইটেড স্পোর্টস ফুটবলারদের দাপটে কার্যত কিছুটা হলেও ব্যাকফুটে চলে যেতে হয়েছিল মশার ব্রিগেডের ছেলেদের। যার কারণে প্রথমার্ধের শেষে পিছিয়েও ছিল দল। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে একেবারে অন্য ছন্দে ধরা দেয় ইস্টবেঙ্গল। ম্যাচের ঠিক ৮৪ ও ৮৮ মিনিটের মাথায় দেবজিৎ ও আফজালের করা গোলে সমতায় ফিরে আসে ইস্টবেঙ্গল। পরবর্তীতে অতিরিক্ত সময় দেবজিতের দ্বিতীয় গোল। সেখান থেকেই ৩ পয়েন্ট পকেটে চলে আসে ময়দানের এই প্রধানের।