Debjit Majumder: ঘরে ফিরলেন দেব! সমর্থকদের উদ্দেশ্যে কী বললেন এই গোলরক্ষক?

আসন্ন ফুটবল মরশুমে ফের ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সিতে খেলতে দেখা যাবে বাঙালি গোলরক্ষক দেবজিত মজুমদারকে (Debjit Majumder)। আগামী দুইটি সিজনের জন্য এবার তাকে সাইন করালো…

Debjit Majumder byte before joining new club

আসন্ন ফুটবল মরশুমে ফের ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সিতে খেলতে দেখা যাবে বাঙালি গোলরক্ষক দেবজিত মজুমদারকে (Debjit Majumder)। আগামী দুইটি সিজনের জন্য এবার তাকে সাইন করালো কলকাতার এই প্রধান দল। গত বছর ওয়েন কোয়েলের চেন্নাইন এফসিতে তিন কাঠি সামাল দিতে দেখা গিয়েছিল এই ফুটবলারকে।

   

একটা সময় আইএসএলের পাশাপাশি কলিঙ্গ সুপার কাপ এবং ডুরান্ড কাপে ও সক্রিয়তা দেখিয়েছিলেন তিনি। বেশকিছু ক্লিনশিট ও ছিল তার ঝুলিতে। কিন্তু নতুন মরশুমে তাকে যে আর দলে রাখছে না চেন্নাইন সেই ইঙ্গিত মিলেছিল অনেক আগেই। পরবর্তীতে সময় যত এগিয়েছে তার সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

এবার কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গেই যুক্ত হলেন বাঙালি ফুটবলার। বছর কয়েক আগে এই লাল-হলুদ শিবিরের হয়েই তিন কাঠি সামাল দিতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু পরবর্তীতে কোচ বদলের পর রিলিজ করে দেওয়া হয় দেবজিতকে‌। তবে এবার ফের এই গোলরক্ষকের উপরেই ভরসা রাখল কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল।

যোগদানের প্রসঙ্গে হিন্দ মোটরের এই ফুটবলার বলেন, এটি আমার জন্য বাড়ি ফেরার সমতূল্য। ইস্টবেঙ্গল আমার ক্যারিয়ারে প্রথম বড় ক্লাব ছিল। আমার উপর বিশ্বাস রাখার জন্য কোচ কার্লেস কুয়াদ্রাত এবং ইমামি ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, এই ক্লাবের সমর্থকদের আবেগ ও উচ্ছাস যথেষ্ট প্রশংসনীয়। আমি সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, এই ক্লাবকে আরো উচ্চতায় নিয়ে যেতে সর্বদাই নিজের সেরাটা উজাড় করে দেব। আমাদের ক্লাবের সমর্থকরাই আমাদের অনুপ্রেরণা।