AFC কাপের সূচি নিয়ে সমস্যায় মোহনবাগান

AFC প্রতিযোগিতাকে পাখির চোখ করে দল গঠন করেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। টুর্নামেন্টের মূল পর্বে প্রবেশ করেছে দল।

ATK Mohun Bagan

AFC প্রতিযোগিতাকে পাখির চোখ করে দল গঠন করেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। টুর্নামেন্টের মূল পর্বে প্রবেশ করেছে দল। জয়ের ধারা বজায় রেখেছে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু সমস্যা রয়ে গিয়েছে। সমস্যার কারণ AFC প্রতিযোগিতার ক্রীড়া সূচি।

বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংসের ম্যাচ আয়োজনের ব্যাপারে সমস্যায় পড়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। আগামী ২৪ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বসুন্ধরা কিংসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের। সেই সময় দুর্গাপুজো। সঙ্গে থাকবে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। এই দুইয়ের কারণে ম্যাচ আয়োজনের ব্যাপারে সমস্যায় বাগান। সূচিতে কিছু বদল করার ব্যাপারে তারা আবেদন জানিয়েছে বলে জানা গিয়েছে।

বাংলাদেশের ক্রীড়া মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২৪ অক্টোবর কলকাতায় হোম ম্যাচ খেলার পরিবর্তে কিংস এরিনায় অ্যাওয়ে ম্যাচে খেলতে চায় মোহন বাগান সুপার জায়ান্ট। এ ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে বসুন্ধরা কিংসের কাছে আবেদন জানিয়েছে বলে খবর। বাগান হোম ম্যাচ খেলতে চায় ৭ নভেম্বর। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই দিন বাগানের অ্যাওয়ে ম্যাচ খেলার কথা রয়েছে। অর্থাৎ হোম ম্যাচের দিন অ্যাওয়ে ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচের দিন হোম ম্যাচ খেলার জন্য মোহন বাগান সুপার জায়ান্ট বসুন্ধরা কিংসের কাছে আবেদন করেছে বলে জানা যাচ্ছে।

মূলত নিরাপত্তার কথা ভেবে চাপে পড়েছে সবুজ মেরুন শিবির। সব দিক সামলে ২৪ অক্টোবরের ম্যাচে পুলিশ কতটা নিরাপত্তা দিতে পারবে সে ব্যাপারে রয়েছে প্রশ্ন । মোহন বাগান সুপার জায়ান্ট AFC সূচি নিয়ে খুব একটা খুশি নয় এ কথা আগেও শোনা গিয়েছিল। আপাতত সূচি অপরিবর্তিত রয়েছে। আগামী দিনে কোনো বদল হয় কি না সেটা আপাতত দেখার বিষয়।