East Bengal’s match: জেরে বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ

নৈহাটি স্টেডিয়ামে বুধবার সিএফএলের ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বনাম এরিয়ানের মধ্যে (East Bengal’s match)। কিন্তু মাঠে জল জমে যাওয়ার কারণে গ্রাউন্ডে বল গড়ায়নি। আর এই কারণে…

East Bengal's match

short-samachar

নৈহাটি স্টেডিয়ামে বুধবার সিএফএলের ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বনাম এরিয়ানের মধ্যে (East Bengal’s match)। কিন্তু মাঠে জল জমে যাওয়ার কারণে গ্রাউন্ডে বল গড়ায়নি। আর এই কারণে বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ এই ম্যাচ বাতিল বলে ঘোষণা করেছে। ম্যাচ কমিশনারের সিদ্ধান্তে সিলমোহর পড়তেই হতাশ হয়ে পড়ে লাল হলুদ সমর্থকরা।

   

প্রসঙ্গত, কলকাতা লিগের সুপার সিক্স পর্বে ইমামি ইস্টবেঙ্গল নিজেদের রিজার্ভ দলকে খেলাচ্ছে। বিনো জর্জের কোচিং’এ লিগের প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে জেসিন টিকেরা।স্বভাবতই এরিয়ানের বিরুদ্ধে ম্যাচ জেতার জন্য মরিয়া ছিল লাল হলুদ শিবির। কিন্তু খেলার দিন মাঠেই ভেস্তে গেল সমস্ত পরিকল্পনা,বৃষ্টি অসুর রুপে আছড়ে পড়লো। ইমামি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ, ১৬ অক্টোবর মহামেডান স্পোটিং ক্লাবের বিরুদ্ধে, খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।