CFL: পিছতে পারে লাল-হলুদের ম্যাচ, কবে মাঠে নামবে দল?

East Bengal vs United Sports I-League match

CFL: পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এই নতুন মাসের ১০ তারিখ থেকে কলকাতা লিগ শুরু করার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল দলের। যেখানে তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হতে হত ওয়েস্টবেঙ্গল পুলিশের বিপক্ষে। তবে এবার যতদূর খবর, পিছিয়ে দেওয়া হতে চলেছে সেই ম্যাচ। যার অন্যতম কারন হিসেবে উঠে আসছে তাদের প্রধান প্রতিপক্ষ ওয়েস্টবেঙ্গল পুলিশের অনিচ্ছা। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হল ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দলের তরফ থেকে?

বিশেষ সূত্র মারফত খবর, পশ্চিমবঙ্গ পুলিশের এই ফুটবল দলের তরফ থেকেই নাকি বিশেষ চিঠি পাঠানো হয়েছে আইএফএ’র কাছে। যেখানে উল্লেখ করা হয়েছে, আগামী ১০ জুলাই যাতে তাদের এই প্রথম ম্যাচটি কোনোভাবে পিছিয়ে দেওয়া যায়। যার অন্যতম কারন হল পঞ্চায়েত ভোটের রেজাল্ট। আগামী ৮ তারিখ রয়েছে পঞ্চায়েত নির্বাচন তারপর আগামী ১১ তারিখ তার ফলাফল। যারফলে, পশ্চিমবঙ্গ পুলিশের বেশকিছু খেলোয়াড় কে রাজ্যের বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে। তাই সেক্ষেত্রে ১০ তারিখ দল নামানো যথেষ্ট কঠিন হয়ে যাবে পুলিশ দলের ক্ষেত্রে।

   

স্বাভাবিকভাবেই ম্যাচের আয়োজন ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা। তবে কলকাতা লিগের এই ম্যাচ বাতিলের প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনোরকম মন্তব্য করেনি বাংলার এই ফুটবল সংস্থা। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাদের তরফে উঠে না আসলেও শোনা যাচ্ছে, পুলিশ দলের প্রয়োজনের ভিত্তিতে পিছোনো হতে পারে এই ম্যাচ। তবে এর বদলে ঠিক কবে আয়োজিত হবে এই ম্যাচ এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন