East Bengal: গোয়া ম্যাচের আগে যথেষ্ট সক্রিয় হিজাজি মাহের

গত ম্যাচের ব্যর্থতা ভুলে এবার নতুন করে নিজেদের মেলে ধরতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেই মর্মে গত কয়েকদিন ধরে গোটা দল নিয়ে অনুশীলন চালিয়েছে…

Hijazi Maher

গত ম্যাচের ব্যর্থতা ভুলে এবার নতুন করে নিজেদের মেলে ধরতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেই মর্মে গত কয়েকদিন ধরে গোটা দল নিয়ে অনুশীলন চালিয়েছে লাল-হলুদ শিবির। আজ, বৃহস্পতিবার কলকাতায় নিজেদের শেষ অনুশীলন করল ময়দানের এই প্রধান। আগামীকাল বিমান ধরে ওডিশা উড়ে যাবে গোটা দল।

সেখানেই ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আগামী ২১ তারিখ এফসি গোয়ার মুখোমুখি হবে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। মূলত এই ম্যাচ লাল-হলুদের হোম ম্যাচ হলেও এই সময় বঙ্গে দুর্গা পুজো থাকার ফলে ওডিশায় এই ম্যাচ খেলতে হবে তাদের।

তাই সবদিক মাথায় রেখেই গোয়া ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। অন্যান্য দিনের মতো এদিনেও সিনিয়র ফুটবলারদের পাশাপাশি অভিষেক কুঞ্জম, পিভি বিষ্ণু সহ গুইতের মতো তরুণ প্রতিভাদের ও দেখা যায় দলের অনুশীলনে। যেখানে মূলত মাঝ মাঠের পাশাপাশি দলের রক্ষনভাগের ফুটবলারদের বাড়তি সক্রিয়তার উপর নজর দেন কোচ।

অন্যদিকে, বাকিদের সাথে পাল্লা দিয়ে অনুশীলন করতে দেখা যায় লাল-হলুদ তরকা ক্লেটন সিলভাকে। গত মরশুমে সোনার বুটের লড়াইয়ে যথেষ্ট এগিয়ে ছিলেন তিনি। সেই ছন্দ রয়েছে ঠিক এবারও। বল পায়ে আইএসএলে এখনো করেছেন প্রায় ২টি গোল। আজকের অনুশীলনে যথেষ্ট ঘাম ঝড়ান এই ব্রাজিলিয়ান।

এছাড়াও আজ বাড়তি অনুশীলন করতে দেখা যায় জর্ডানের জাতীয় দলের তারকা হিজাজি মাহেরকে। উল্লেখ্য, এবারের ডুরান্ড ফাইনালে অজি তারকা জর্ডন এলসির চোট পাওয়ার পর নয়া ডিফেন্ডার হিসেবে লাল-হলুদ সই করায় হিজাজি মাহেরকে। এখনো পর্যন্ত তিনি কোনো ম্যাচ না খেললেও। এবারের মরশুমে দলের রক্ষনভাগ মজবুত করতে এবার এই তারকার উপরেই ভরসা রাখছেন সকলে। তাই সব ঠিকঠাক থাকলে আসন্ন গোয়া ম্যাচে মাঠে দেখা যেতে পারে তাকে।