আনোয়ারের প্রশংসায় পঞ্চমুখ ইউস্তে, পুরোটা জানুন

বুধবার অনুষ্ঠিত হয়েছে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) মিডিয়া ইভেন্ট। যেখানে উপস্থিত ছিল টুর্নামেন্টের প্রায় প্রত্যেকটি ফুটবল দলের কোচ সহ বেশকিছু ফুটবলার। ইমামি…

Héctor Yuste

বুধবার অনুষ্ঠিত হয়েছে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) মিডিয়া ইভেন্ট। যেখানে উপস্থিত ছিল টুর্নামেন্টের প্রায় প্রত্যেকটি ফুটবল দলের কোচ সহ বেশকিছু ফুটবলার। ইমামি ইস্টবেঙ্গলের তরফে হেড কোচ কার্লেস কুয়াদ্রাত সহ সেখানে উপস্থিত দলের তিন ফুটবলার। যাদের মধ্যে ছিলেন দলের ষষ্ঠ বিদেশি হেক্টর ইউস্তে (Hector Yuste)। চিরপ্রতিদ্বন্দ্বী দল থেকে নয়া মরসুমে লাল-হলুদে আসার প্রসঙ্গের পাশাপাশি সতীর্থ আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে ও মুখ খোলেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

   

তিনি বলেন, “আনোয়ার আলি (Anwar Ali) দেশের অন্যতম ভরসা যোগ্য ডিফেন্ডার। পাশাপাশি আইএসএলে ও তাঁর যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে। নিজেকে একাধিকবার প্রমাণ করেছেন। বলা যায় তিনি আইএসএলের সেরা ডিফেন্ডার। তাঁকে আমাদের সঙ্গে পেয়ে আমরা যথেষ্ট ভাগ্যবান। তাঁর কাছাকাছি খেলতে পেরে আমি খুব খুশি।” হেক্টর ইউস্তের (Hector Yuste) এই বক্তব্য যথেষ্ট মন জয় করেছে লাল-হলুদ সমর্থকদের।

উল্লেখ্য, গত ফুটবল সিজনে মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স ছিল এই দুই ফুটবলারের। উভয়ের সক্রিয়তার দরুন শেষ আইএসএল মরসুমে লিগ শিল্ড জয় করেছিল সবুজ-মেরুন। যারফলে এবার এএফসি চ্যাম্পিয়নস লিগের ছাড়পত্র পেয়ে গিয়েছে ময়দানের এই প্রধান দল। সবদিক মাথায় রেখেই রক্ষণভাগকে শক্তিশালী করার জন্য ভারতীয় ক্লাব ফুটবলের এই দুই চেনা মুখের উপর ভরসা রেখেছে লাল-হলুদ ব্রিগেড।

এখনও পর্যন্ত আনোয়ার আলি (Anwar Ali) লাল-হলুদ জার্সিতে খেলতে না পারলেও ডুরান্ড কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ খেলে ফেলেছেন ইউস্তে (Hector Yuste)। সেখানে খুব একটা সক্রিয়তা দেখাতে না পারলেও আগত আইএসএলের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে ও এই বিদেশি ডিফেন্ডারের উপরেই ভরসা রাখতে চলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।