ISL- এর প্রথম ম্যাচ নিয়ে বড় ঘোষণা ইস্টবেঙ্গলের

east bengal

শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লীগের ((ISL)) দশম সংস্করণ। তার আগে ইস্টবেঙ্গলের (East Bengal) পক্ষ থেকে করা হয়েছে বড় ঘোষণা। আজ থেকে পাওয়া যাবে আইএসএলে হতে চলা ক্লাবের প্রথম ম্যাচের টিকিট। সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছে ইস্টবেঙ্গল।

টিকিট নিয়ে বড় ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। বুধবার রাতে ক্লাবের পক্ষ থেকে এ ব্যাপারে ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ইন্ডিয়ান সুপার লীগে অভিযান শুরু করবে লাল হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। সন্ধ্যা আটটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে গড়াবে বল।

   

সোশ্যাল মিডিয়ায় ক্লাবের তরফে জানানো হয়েছে, দশম আইএসএল- এর জন্য অফলাইন টিকিট বিক্রি প্রক্রিয়া শুরু হচ্ছে আজ, ২১ সেপ্টেম্বর থেকে। ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্লাব অনুগামীরা। ২১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ইস্টবেঙ্গল টেন্ট থেকে টিকিট সংগ্রহ করা যাবে। ২৫ সেপ্টেম্বর ম্যাচের দিন টিকিট পাওয়া যাবে সকাল ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন