ইস্টবেঙ্গলকে কার্যত একাই আটকে দিয়েছিল হুগলীর পাড়াগাঁয়ের এই ছেলেটা

কাস্টমসের বিরুদ্ধে পয়েন্ট খোয়াতে বসেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। কোনও রকম শেষ মুহূর্তে গোল করে জিতেছে দল। ইস্টবেঙ্গল জিতলেও ফুটবল প্রেমীদের মন জয় করলেন বাংলার এক ফুটবলার।

East Bengal Clinches Victory

কাস্টমসের বিরুদ্ধে পয়েন্ট খোয়াতে বসেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। কোনও রকম শেষ মুহূর্তে গোল করে জিতেছে দল। ইস্টবেঙ্গল জিতলেও ফুটবল প্রেমীদের মন জয় করলেন বাংলার এক ফুটবলার। এবারের কলকাতা ফুটবল লীগে একাধিক ম্যাচে অপেক্ষা করেছিল চমক। বিদেশি ফুটবলার বিহীন লীগে নিজেদের আরও বেশি করে মেলে ধরেছেন ভারতীয় ফুটবলাররা। আলোচনায় উঠে এসেছেন ক্যালকাটা কাস্টমস ফুটবল দলের বিশ্বজিৎ হেমব্রম।

বিশ্বজিৎ হেমব্রম হুগলীর চোপা নামের এক পাড়াগাঁয়ের ছেলে। ভালো স্বাস্থ্যের অধিকারী। যতক্ষণ মাঠে ছিলেন ইস্টবেঙ্গল গোল করতে পারেনি। ম্যাচের পরের দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপরেই ইস্টবেঙ্গলের গোল। লাল হলুদ সমর্থকরা ধারাবাহিক জয় পাওয়ায় যেমন খুশি, তেমনই বিশ্বজিৎয়ের খেলা দেখে অনেকের মন ভরে গিয়েছে।

আর্থিক অনটনের সঙ্গে পাঞ্জা লড়ে বড় হয়েছেন বিশ্বজিৎ হেমব্রম। বাংলার হয়ে সন্তোষ ট্রফি ও ন্যাশনাল গেমস খেলেছেন। এখন খেলেন কাস্টমস ফুটবল দলে। রঘু নন্দীর মতো ময়দানের বিচক্ষণ মানুষ এই তরুণ ছেলেটির খেলায় মুগ্ধ। এবারের কলকাতা ফুটবল লীগে দলের মূল স্টপার। এখন থাকেন বর্ধমানের যৌগ্রামে। তাও নিজের বাড়িতে নয়। নিজের এক স্যারের বাড়িতে থাকেন। বিশ্বজিৎ হেমব্রমকে খুঁজে পেয়েছিলেন রতন ‘ স্যার ‘।